SSC Verification 2025

নথি যাচাইয়ে ধরা পড়ল গরমিল, একাদশ-দ্বাদশের জন্য ইন্টারভিউয়ে সুযোগই পাবেন না ১৩০০ প্রার্থী

১ ডিসেম্বর বাণিজ্য, কম্পিউটার সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস মিলিয়ে ৩০১ জনের নাম বাদ পড়েছিল, জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। তার আগে বাংলা ও ইংরেজিতেও ১০৬ জনের নাম বাদ পড়েছিল জানিয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ২০:৩৮
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

৪ ডিসেম্বর শেষ হয়েছে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) একাদশ দ্বাদশ শ্রেণির ৩৫ টি বিষয় নথি যাচাই। সেখানে ভুল তথ্য ও অনুপস্থিতির কারণে বাদ পড়লেন ১৩০০ বেশি প্রার্থী। তথ্য দিয়ে জানালো, স্কুল সার্ভিস কমিশন।

Advertisement

সূত্রের খবর, কোনও প্রার্থীর জাতিগত শংসাপত্রে গরমিল পাওয়া গিয়েছে, কেউ ইচ্ছা মতো বাড়িয়ে নিয়েছিলেন পরীক্ষার নম্বর, কেউ কাজের অভিজ্ঞতার ক্ষেত্রে করেছেন কোনও না কোনও কারচুপি। একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের নথিযাচাই পর্বে শনিবার পর্যন্ত প্রায় ১৩২৭ জনের বেশি আবেদনকারী জাল বা ভুয়ো তথ্য জমা দিয়েছিলেন। এই সব চাকরিপ্রার্থীদের চিহ্নিত করেছে স্কুল সার্ভিস কমিশন, জানা গিয়েছে এমনই।

১ ডিসেম্বর বাণিজ্য, কম্পিউটার সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস মিলিয়ে ৩০১ জনের নাম বাদ পড়েছিল, জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। তার আগে বাংলা ও ইংরেজিতেও ১০৬ জনের নাম বাদ পড়েছিল জানিয়েছিল। শুক্রবার, ১২ ডিসেম্বর ৩৫টি বিষয়ে মোট ১৩২৭ ওজনের নাম বাদ গেল, তা জানিয়ে দিল কমিশন।

কমিশনের ব্যাখ্যা যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের অনেকে অনুপস্থিত ছিলেন। আবার অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে তাঁরা অভিজ্ঞতার প্রমাণ দেখাতে পারেনি। ফলে তাঁদের অতিরিক্ত ১০ নম্বর বাদ দেওয়া হয়েছে। বেশ কিছু প্রার্থীর জাতিগত শংসাপত্রে ভুল ছিল তাঁরাও বাদ পড়েছে। এঁরা কেউই আর ইন্টারভিউতে ডাক পাবেন না বলে জানিয়েছে কমিশন।

Advertisement
আরও পড়ুন