Accountancy Career Options

অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা, স্নাতকের পর চাকরি না উচ্চশিক্ষা! কোন দিকে যাবেন?

স্নাতক উত্তীর্ণ হওয়ার পর চাকরির যেমন সুযোগ রয়েছে তেমনই সুযোগ থাকে উচ্চতর শিক্ষার। বেশ কিছু পেশাদার কোর্স রয়েছে। আবার, ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সও রয়েছে কিছু। তাতে ভবিষ্যতে আরো ভাল চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ০৮:৫৪
অ্যাকাউন্টেন্সি পড়ার পর কী করবেন?

অ্যাকাউন্টেন্সি পড়ার পর কী করবেন? ছবি: সংগৃহীত।

দ্বাদশের পর হিসাবশাস্ত্র (অ্যাকাউন্টেন্সি) নিয়ে পড়বেন! কিন্তু স্নাতকের পর কী করবেন? চাকরির সুযোগই বা কী কী রয়েছে হিসাববিজ্ঞান পড়ে? এই প্রতিবেদনের রইল তার-ই সুলুকসন্ধান।

Advertisement

দ্বাদশ শ্রেণিতে বাণিজ্যে এবং অর্থনীতি থাকলে, ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হলে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক পড়া যায়। তবে বিজ্ঞান বিভাগের পড়ুয়ারাও স্নাতক স্তরে এই বিষয়ে ভর্তি হতে পারেন।

স্নাতকের পর কী পড়বেন?

স্নাতক হওয়ার পর চাকরির যেমন সুযোগ রয়েছে তেমনই রয়েছে উচ্চতর শিক্ষার সুযোগ। বেশ কিছু পেশাদার কোর্স রয়েছে। যেমন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, কোম্পানি সেক্রেটারি, ফরেন অ্যাকাউন্টিং কোর্স এবং ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং—এই সব বিষয়ে পড়ার সুযোগ রয়েছে হিসাবশাস্ত্র নিয়ে স্নাতকের পর। এ ছাড়াও মাস্টার অফ কমার্স, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ার সুযোগ তো থাকেই। তবে ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সও রয়েছে কিছু। যা পড়ে চাকরির ক্ষেত্রে সুবিধা মিলতে পারে। যেমন, জিএসটি প্র্যাকটিশনার কোর্স, ট্যাক্সেশন কোর্স, ট্যালি ও স্যাপ, ফিনানশিয়াল মডেলিং এবং ফরেন্সিক অ্যাকাউন্টিং—এই বিভাগেও স্বল্প মেয়াদের কোর্স করার সুযোগ থাকে রাজ্য ও এবং দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে।

চাকরির সুযোগ কী কী?

হিসাবশাস্ত্র পড়ার পর যদি পেশাভিত্তিক কোর্স করা যায়, তা হলে সংশ্লিষ্ট বিভাগে চাকরির সুযোগ থাকে। তবে স্নাতক হিসাবেও অনেক সরকারি এবং বেসরকারি সংস্থাতেই চাকরি পাওয়া যায়। অডিটর, অ্যাকাউন্টস অফিসার, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে সরকারি সংস্থাতে চাকরির সুযোগ বেশি। পাশাপাশি, ব্যাঙ্ক ক্লার্ক, ইনশিয়োরেন্স অফিসার, রিস্ক অ্যানালিস্ট পদে ব্যাঙ্কের চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে। এ ছাড়াও অ্যাকাউন্ট্যান্ট, অডিট অ্যাসিস্ট্যান্ট, ক্রেডিট অ্যানালিস্ট, বাজেট অ্যানালিস্ট-সহ আরও বেশ কিছু পদে নিযুক্ত হয়ে বেসরকারি সংস্থাগুলিতে চাকরি পাওয়ার সুযোগ বেশি। তবে, শুধু স্নাতক নয়, যদি সংশ্লিষ্ট বিভাগের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করা থাকে অথবা পেশাভিত্তিক কোর্সগুলির কোনও একটি করা থাকে, তা হলে চাকরির সুযোগ অনেকটাই বেশি পাওয়া যায়।

Advertisement
আরও পড়ুন