—প্রতিনিধিত্বমূলক চিত্র।
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিম মেদিনীপুর জেলায় পুলিশ মহলে বড়সড় রদবদল। ৪১ জন সাব ইন্সপেক্টর (এসআই) পদমর্যাদার অফিসারকে বিভিন্ন থানায় বদলি করা হল। এই মর্মে শুক্রবার একটি সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। যদিও এটি রুটিন বদলি বলে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন।
নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১৫ জানুয়ারির মধ্যে বদলি হওয়া সমস্ত অফিসারকে তাঁদের বর্তমান দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
ভাস্কর দেবনাথ খড়্গপুর লোকাল থানা থেকে গুড়গুড়িপাল থানায় নতুন ওসির দায়িত্ব পেয়েছেন। সুদীপকুমার কর খড়্গপুর লোকাল থানা থেকে কেশপুর থানার নতুন ওসি হয়েছেন। প্রদীপ সিংহ আনন্দপুর থানার ওসির পদ থেকে খড়্গপুর লোকাল থানায় বদলি হয়েছে। মনোরঞ্জন শীটকে গুড়গুড়িপাল থানার ওসি থেকে খড়্গপুর লোকাল থানায় স্থানান্তরিত করা হয়েছে। সায়ন্তনী মণ্ডল চট্টোপাধ্যায়কে মেদিনীপুর মহিলা থানার এডব্লিউপিএস ওসি থেকে খড়্গপুর মহিলা থানার দায়িত্ব দেওয়া হয়েছে। সম্পূর্ণা দাসকে ঘাটাল থানা থেকে মেদিনীপুর মহিলা থানার নতুন ওসি হিসাবে নিযুক্ত করা হয়েছে।
গোবর্ধন সাহুকে খড়্গপুর টাউন থানা থেকে আনন্দপুর থানার নতুন ওসি করা হয়েছে। জাহাঙ্গির আলম খড়্গপুর টাউন থেকে চন্দ্রকোণা থানার অন্তর্গত ক্ষীরপাই ফাঁড়ির, ইন-চার্জ পদে নিযুক্ত হয়েছেন।
তা ছাড়াও প্রশান্তকুমার শতপথী ক্ষীরপাই ফাঁড়ি থেকে শালবনি থানায় স্থানান্তরিত হয়েছে। সশেলি অধিকারী নারায়ণগড় থেকে ঘাটাল থানা এসেছেন। আজিজা খাতুন খড়্গপুর মহিলা থানা থেকে নারায়ণগড় থানায় স্থানান্তরিত হয়েছেন। গৌতম মণ্ডল লাইন ওআর থেকে আনন্দপুর থানায় এসেছেন। তুষারকান্তি ঘোষ কেশিয়াড়ি থেকে সিকে রোড বিএইচ (গড়বেতা)-য় স্থানান্তর হয়েছেন। সহদেব মণ্ডল কেশপুর থেকে দাসপুর থানায় বদল হয়েছেন। সমীর কুমার সরদার খড়্গপুর টাউন থেকে দাসপুর থানায় এসেছেন। তপনকুমার মণ্ডল সিকে রোড বিএইচ থেকে ডেবরা থানায় বদলি হয়েছেন। কৃষ্ণপদ কিসকু দাসপুর থেকে খড়্গপুর টাউন থানায় এসেছেন। প্রভাত চৌধুরী কেশপুর থেকে ডেবরা থানায় বদলি হয়েছেন। সুখেন্দু রায় লাইন ওআর থেকে ডেবরা থানায় এসেছেন। মহম্মদ খাইরুল বারী খান গোয়ালতোড় থেকে ডেবরা থানায় বদলি হয়েছেন। ফিরোজউদ্দিন শেখ সবং থেকে গড়বেতা থানায় এসেছেন। দেবতোষ মাজি ডেবরা থেকে গোয়ালতোড় থানায় বদলি হয়েছে। পরিমল কুম্ভকার মোহনপুর থেকে গোয়ালতোড় থানায় স্থানান্তরিত হয়েছেন। সাগর শীট কেশিয়াড়ি থেকে গুড়গুড়িপাল থানায় বদলি হয়েছেন।
শেখ জোবেদ লাইন ওআর থেকে গুড়গুড়িপাল থানা আসছেন। শফিক আলম খড়্গপুর লোকাল থেকে কেশিয়াড়ী থানায় বদল করা হয়েছে। অনুপকুমার দাস শালবনী থেকে কেশিয়াড়ী থানায় বদলি হয়েছে। দিলীপকুমার মাইতি কেশপুর থেকে কেশিয়াড়ী থানায় বদল হয়েছেন। সুদর্শন জানা দাসপুর থেকে কেশপুর থানায় আসছেন। ইনজামামুল হাসান এবং মুক্তিপদ মণ্ডল ডেবরা থেকে কেশপুর থানায় বদলি হয়েছেন।
অমরেশ বিশ্বাস ঘাটাল থানা থেকে খড়্গপুর লোকাল থানায় আসছেন। বিকাশ মাহাতো খড়্গপুর টাউন থেকে খড়্গপুর লোকাল থানায় বদলি হয়েছেন। সুমন বিশ্বাস মেদিনীপুর ডিআইবি থেকে খড়্গপুর লোকাল থানায় আসছেন। অভিজিৎ ঘোষ কোতোয়ালী থেকে খড়্গপুর লোকাল থানায় আসছেন। সনৎকুমার ভুঁইয়া খড়্গপুর লোকাল থেকে খড়্গপুর টাউন থানায় আসছেন। অশোককুমার ঘোষ ডেবরা থেকে খড়্গপুর টাউন থানায় বদল হচ্ছেন। রাজীবকুমার বেরা শালবনী থেকে খড়্গপুর টাউন থানায় আসছেন। সৌমেন ঘোষ কেশপুর থেকে খড়্গপুর টাউন থানায় বদল হয়েছেন। বাসুদেব কর্মকারকে গুড়গুড়িপাল থেকে খড়্গপুর লোকাল থানায় স্থানান্তর করা হয়েছে। উৎপলকুমার বন্দ্যোপাধ্যায় কোতোয়ালী থেকে খড়্গপুর লোকাল থানায় আসছেন। সাহেব প্রামাণিক গুড়গুড়িপাল থেকে খড়্গপুর টাউন থানায় বদলি হয়েছে। মাগারাম চট্টোপাধ্যায় গোয়ালতোড় থেকে খড়্গপুর টাউন থানায় আসছেন। দীপক নস্কর কেশপুর থেকে খড়্গপুর টাউন থানায় বদলি হয়েছেন। নরেন্দ্রনাথ সাধু শালবনী থেকে খড়্গপুর টাউন থানায় আসছেন। প্রমোদকুমার বেরা ডেবরা থেকে কোতোয়ালী থানায় বদলি হয়েছেন।
কৌশিক ঘোষ খড়্গপুর লোকাল থেকে সবং থানায় আসছেন। সুমিতকুমার মাইতি লাইন ওআর থেকে সবং থানায় বদলি হয়েছেন। নরেন্দ্রকুমার সিংহ খড়্গপুর টাউন থেকে শালবনী থানায় বদল হয়েছেন।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৫ জানুয়ারির মধ্যে বদলি হওয়া সমস্ত অফিসারকে তাঁদের বর্তমান দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়া বাধ্যতামূলক।