প্রতীকী চিত্র।
স্বাধীনতার ৭৮ বছর পরও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে একটি ছুটি ঘোষণা করতে পারেনি কেন্দ্র সরকার। অথচ, ভোট এলেই প্রাসঙ্গিক হয়ে ওঠেন নেতাজি এবং আলোচনা শুরু হয় তাঁর অন্তর্ধান রহস্য নিয়ে। এমন অভিযোগ, পাল্টা অভিযোগ চলছে বছরের পর বছর। এরই মধ্যে আগামী ২৩ জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স (জেইই মেন) পরীক্ষার দিন ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। নতুন করে তৈরি হয়েছে কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহ।
গত বছর নভেম্বরে প্রাথমিক ভাবে জেইই মেন পরীক্ষার দিন ঘোষণা করেছিল এনটিএ। কিন্তু ৯ জানুয়ারি ফের পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ করেন কর্তৃপক্ষ। পরীক্ষার ‘এগ্জ়ামিনেশন সিটি স্লিপ’-ও প্রকাশ করা হয়। দেখা যায় ২৩ জানুয়ারি পরীক্ষার দিন স্থির হয়েছে। শুধু নেতাজি জন্মজয়ন্তী নয়, চলতি বছর ওই দিনেই সরস্বতী পুজো। এ রাজ্যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানে ছুটি। ফলে পরীক্ষার সূচি পরিবর্তনের আর্জি জানিয়ে রাজ্য শিক্ষা দফতরের তরফে চিঠি দেওয়া হয়েছে এনটিএ-কে। বুধবার সন্ধ্যা পর্যন্ত সেই চিঠির কোন জবাব আসেনি বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, ২৩ জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে স্পষ্ট আপত্তি তুলেছে রাজ্য। সূচি পরিবর্তন করতে বলা হয়েছে। শিক্ষা দফতরের দাবি, সর্বভারতীয় স্তরের কোনও পরীক্ষার আয়োজন করতে হলে দেখে নিতে হয় রাজ্যে কোনও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে কি না। অভিযোগ, সে সবের তোয়াক্কা না করেই একতরফা দিন ঘোষণা করে দেওয়া হয়েছে। অথচ এ রাজ্যে ২৩ জানুয়ারি ছুটি।
এনটিএ প্রকাশিত নয়া সূচিতে, ২১ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত পরীক্ষার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। জেইই মেন-এর প্রথম পত্রের বিই এবং বিটেক-এর পরীক্ষা হবে ২১, ২১, ২৩, ২৪ এবং ২৮ জানুয়ারি।
দ্বিতীয় পর্বের পরীক্ষার দিনক্ষণ অপরিবর্তিতই থাকবে, অর্থাৎ ২ থেকে ৯ এপ্রিল পর্যন্ত চলবে পরীক্ষা।