NBU Admission 2025

উচ্চ মাধ্যমিকের পর আইন নিয়ে পড়তে চান? উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দিচ্ছে সুযোগ, খরচ কত?

২০ বছরের মধ্যে বয়স হলে স্নাতক স্তরে আইন নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া যাবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৪:১৯
What qualifications are required to study law?

আইন নিয়ে পড়াশোনার জন্য কী যোগ্যতা প্রয়োজন? প্রতীকী চিত্র।

ভবিষ্যতে আইনীজীবী হতে চান? এ জন্য স্নাতক স্তরে আইন নিয়ে পড়াশোনা করা আবশ্যক। ওই বিষয়ে দ্বাদশ উত্তীর্ণদের পড়ার সুযোগ দিচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। পাঁচ বছরের বিএ এলএলবি কোর্সটিতে মোট ৪০টি আসন বরাদ্দ করা হয়েছে।

Advertisement

তবে, দ্বাদশ উত্তীর্ণদের উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। ১ জুলাই, ২০২৫ পর্যন্ত তাঁদের বয়স ২০ বছরের মধ্যে হতে হবে।

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। এ ক্ষেত্রে আবেদনমূল্যও অনলাইনে পাঠানো প্রয়োজন।

অনলাইনে আবেদনের পোর্টাল ২১ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত চালু রাখা হবে। পাঁচ বছরের কোর্সটি করার জন্য মোট ৫০ হাজার ৭৫০ টাকা খরচ ধার্য করা হয়েছে। এই বিষয়ে বিশদ তথ্যের জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন