AIBE 20 Admit Card 2025

আইনজীবী হিসাবে যোগ্যতা অর্জনের পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ, কী ভাবে সংগ্রহ করবেন?

অফলাইনে একটিই শিফটে নেওয়া হবে পরীক্ষা— দুপুর ১টা থেকে শুরু বিকেল ৪টে পর্যন্ত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ২০:৫১
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

অল ইন্ডিয়া বার এগ্‌জ়ামিনেশন (এআইবিই)-এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল বার কাউন্সিল অফ ইন্ডিয়া (বিসিআই)। আইনজীবী হিসাবে যোগ্যতা অর্জনের এই পরীক্ষায় আবেদনকারীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

Advertisement

এআইবিই-র বিংশতম সংস্করণের পরীক্ষার আয়োজন করা হবে আগামী ৩০ নভেম্বর। অফলাইনে একটিই শিফটে নেওয়া হবে পরীক্ষা— দুপুর ১টা থেকে শুরু বিকেল ৪টে পর্যন্ত।

পরীক্ষার্থীদের এ জন্য allindiabarexamination.com -এ যেতে হবে। এর পর নিজেদের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে লগ ইন করলেই পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

উল্লেখ্য, যে সমস্ত পড়ুয়ারা বিসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন বা পাঁচ বছরের এলএলবি ডিগ্রি অর্জন করে আইনজীবী হিসাবে করতে চান, তাঁদের পেশাগত যোগ্যতা যাচাই করা হয় এআইবিই-র মাধ্যমে।

চলতি বছরের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছিল গত ২৯ সেপ্টেম্বর থেকে। যা শেষ হয় ৩১ অক্টোবরে।

Advertisement
আরও পড়ুন