Pre-departure Briefing

বিদেশে পড়াশোনার সুযোগ! কী ভাবে প্রস্তুতি নেবেন? অনলাইনে পরামর্শ দেবেন বিশেষজ্ঞরা

কেন্দ্রীয় মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি বছর গড়ে ১ লক্ষের বেশি পড়ুয়া উচ্চশিক্ষার লক্ষ্যে পাড়ি দেন ব্রিটেনে। তাঁদের প্রস্তুতির স্বার্থে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১৫:৩৪
What to do before going to Britain for higher education?

উচ্চশিক্ষার লক্ষ্যে ব্রিটেনে যাওয়ার আগে কী করণীয়? প্রতীকী চিত্র।

পছন্দের বিষয়ে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ পাড়ি দেওয়ার পথে ঝুঁকছেন বহু পড়ুয়াই। এ ক্ষেত্রে তাঁদের প্রথম পছন্দের তিনটি দেশের মধ্যে আমেরিকা, কানাডা এবং ব্রিটেন রয়েছে। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৫-এ ১৮ লক্ষেরও বেশি পড়ুয়া বিদেশে পড়াশোনা করছেন। এর মধ্যে ব্রিটেনে পড়তে যাওয়া পড়ুয়ার সংখ্যা এক লক্ষেরও বেশি।

Advertisement

বিদেশে ঘুরতে যাওয়া এবং পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে বিস্তর ফারাক রয়েছে। যে বিষয়টি নিয়ে পড়তে চাইছেন, তা পছন্দের বিশ্ববিদ্যালয়ে যে পদ্ধতিতে পড়ানো হয়, তার সঙ্গে মানিয়ে নিতে পারবেন কি না, কোন বিশ্ববিদ্যালয় কেমন আর্থিক সুযোগ-সুবিধে দেবে— সেই বিষয়গুলির পাশাপাশি, আরও বেশ কিছু বিষয়ে জানা প্রয়োজন।

১. বিদেশে পড়তে যাওয়ার সময় প্রয়োজনীয় সমস্ত নথি ও অন্য সামগ্রী সঠিক ভাবে গুছিয়ে নিতে হবে।

২. বৃত্তি নিয়ে পড়ার সুযোগ পেলে, সেই অর্থ কোথায় কী ভাবে খরচ হতে পারে, তার একটি খসড়া তৈরি করে নেওয়া আবশ্যক।

৩. অনলাইন বা ডেবিট বা ক্রেডিট কার্ড মারফত টাকার লেনদেনের ক্ষেত্রে বিদেশে কী কী নিয়ম রয়েছে, তা আগে থেকে জেনে নিতে হবে।

৪. পরিবেশ এবং আবহাওয়ার সঙ্গে কতটা মানিয়ে নিতে হবে, প্রয়োজনীয় ওষুধ ব্যবহারের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা রয়েছে কি না— তা খোঁজ নেওয়া প্রয়োজন।

৫. ভিসা আবেদনের পর ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে। কী কী বিষয়ে প্রশ্ন করা হবে, উত্তর দেওয়া, অভিব্যক্তি ইত্যাদি ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ আবশ্যক।

৬. যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, তার প্রাক্তনী এবং বর্তমান পড়ুয়াদের সঙ্গে কথা বলে পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জেনে নেওয়া দরকার।

According to statistics, the number of students studying in Britain is more than one hundred thousand.

পরিসংখ্যান অনুযায়ী, ব্রিটেনে পড়তে যাওয়া পড়ুয়ার সংখ্যা এক লক্ষেরও বেশি। প্রতীকী চিত্র।

উল্লিখিত সমস্ত বিষয় নিয়েই ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ‘ইউকে ভিসা’স অ্যান্ড ইমিগ্রেশন’-এর প্রতিনিধিদের উপস্থিতিতে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যাঁরা লন্ডন বা বিট্রেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পেয়েছেন, তাঁরা উল্লিখিত বিষয়গুলি নিয়ে কী ভাবে প্রস্তুতি নেবেন, তা নিয়েই চর্চা চলবে।

উল্লেখ্য, ব্রিটেনের ‘হাউস অফ কমন্স’-এর রিপোর্ট অনুসারে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ লক্ষ সাত হাজার ৫০০ জন ভারতীয় পড়ুয়া সে দেশে গিয়েছিলেন পড়াশোনার জন্য। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের হিসাবে যা প্রায় ন’গুণ বেশি।

ব্রিটিশ কাউন্সিলের আলোচনায় উপস্থিত থাকবেন ‘ব্রিটিশ ইউনিভার্সিটিস ইন্টারন্যাশনাল লিয়াসোঁ অ্যাসোসিয়েশন’ (বিইউআইএলএ) এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরাও। ২৯ জুলাই বেলা ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে বিশেষজ্ঞরা পরামর্শ দেবেন। আগ্রহীরা কাউন্সিলের ওয়েবসাইট মারফত আবেদন জানাতে পারবেন।

Advertisement
আরও পড়ুন