CU Admission 2025

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড ফিজ়িক্স বিভাগে পিএইচডি-র সুযোগ, আসনসংখ্যা কত?

সংশ্লিষ্ট বিভাগে পিএইচডি-র জন্য রিসার্চ এন্ট্রান্স টেস্ট (রেট), রিসার্চ প্রোপোজ়াল প্রেজ়েন্টেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ১৮:০৫
Calcutta University

কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড ফিজ়িক্স বিভাগে পিএইচডি-র সুযোগ। বুধবার এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, চলতি বছরের জন্য বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিভাগের তরফে পিএইচডি-তে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। এর জন্য আগ্রহীরা অফলাইনে আবেদন করতে পারবেন। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করতে পারবেন আগ্রহীরা। মোট আসনসংখ্যা ২০। যার মধ্যে সরকারি নিয়ম মেনে কিছু আসন সংরক্ষিতদের জন্য রাখা হবে। পড়ুয়ারা যে সমস্ত ক্ষেত্রের উপর গবেষণা করতে পারবেন, সেগুলি হল— এআই, রোবোটিক্স অ্যান্ড কন্ট্রোল সিস্টেমস, পাওয়ার সিস্টেম অ্যান্ড রিলেটেড কমিউনিকেশন্‌স, পাওয়ার ইলেক্ট্রনিক্স অ্যাপ্লিকেশন্‌স অ্যান্ড রিনিউয়েবল এনার্জি এবং বায়োমেডিক্যাল সিগন্যাল অ্যানালিসিস/ ইন্টেলিজেন্ট হেলথ মনিটরিং।

সংশ্লিষ্ট বিভাগে পিএইচডি-র জন্য রিসার্চ এন্ট্রান্স টেস্ট (রেট), রিসার্চ প্রোপোজ়াল প্রেজ়েন্টেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। লিখিত পরীক্ষা (রেট)-টি এক ঘণ্টার। যা আগামী ৯ এপ্রিল সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে আয়োজন করা হবে। পরীক্ষায় ৬৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণরা পরবর্তী ধাপে প্রেজ়েন্টেশন এবং ইন্টারভিউ দিতে পারবেন।

পড়ুয়াদের ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি বা সমতুল বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৬৫ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। যাঁদের ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে ব্যাচেলর্সে ফার্স্ট ক্লাস এবং পিয়োর সায়েন্সে স্নাতকোত্তরে ন্যূনতম ৬৫ শতাংশ রয়েছে, তাঁরাও সংশ্লিষ্ট বিভাগে পিএইচডি-র জন্য আবেদন করতে পারবেন।

আগ্রহীদের এর জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। পাশাপাশি, অনলাইনে আবেদনমূল্য বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। আগামী ২৪ মার্চ আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নেওয়া যাবে।

Advertisement
আরও পড়ুন