IGNOU Admission 2025

বর্জ্য ব্যবস্থাপনায় পিজি ডিপ্লোমা করবেন? ইগনুতে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া

সংশ্লিষ্ট কোর্সের মেয়াদ এক বছর। তবে পড়ুয়ারা সর্বাধিক চার বছরের মধ্যে এই কোর্স শেষ করার সুযোগ পাবেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ১৭:১৮
IGNOU

ইগনু। সংগৃহীত ছবি।

দেশের পরিবেশ এবং অর্থনীতির সুস্থায়ী উন্নয়নের জন্য প্রয়োজন যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা। এ বার সেই বিষয় নিয়েই একটি কোর্স করাবে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)। এমনটা জানিয়ে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, কোর্সটি স্বল্পমেয়াদি। এর জন্য অনলাইনেই সম্পন্ন হবে সমগ্র আবেদন প্রক্রিয়া। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইন্টারডিসিপ্লিনারি অ্যান্ড ট্রান্সডিসিপ্লিনারি স্টাডিজ় (এসওআইটিএস)-এর তরফে কোর্স করানো হবে। ‘ওয়েস্ট ম্যানেজমেন্ট’ বা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ের উপর এটি একটি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স। এর জন্য চলতি বছরের জানুয়ারি পর্বের জন্য পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

সংশ্লিষ্ট কোর্সের মেয়াদ এক বছর। তবে পড়ুয়ারা সর্বাধিক চার বছরের মধ্যে এই কোর্স শেষ করার সুযোগ পাবেন। পাঠক্রমের সমস্ত বিষয়বস্তু ইংরেজি মাধ্যমে পড়ানো হবে। এতে ক্রেডিট নম্বর থাকবে ৪০। কোর্স ফি-র পরিমাণ ৭,৩০০ টাকা।

বর্জ্য ব্যবস্থাপনার এই কোর্সে আবেদনকারীদের জন্য বয়ঃসীমার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। যে কোনও বিষয়ে স্নাতক হলেই সংশ্লিষ্ট বিষয় নিয়ে পড়ার সুযোগ পাবেন আগ্রহীরা। কোর্স থেকে বর্জ্য ব্যবস্থাপনার খুঁটিনাটি এবং যথাযথ ও সুস্থায়ী সমাধানের উপায় সম্পর্কে অবগত হতে পারবেন পড়ুয়ারা।

আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ ভর্তির আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ দিন আগামী ১৫ মার্চ। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন