CBSE Board Exam 2026

২০২৬ থেকে বছরে দু’বার সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা! দ্বিতীয় পর্বের জন্য কারা অনুমতি পাবে?

বোর্ডের চেয়ারম্যান স্পষ্ট করে দিয়েছেন, প্রথম পর্বের পরীক্ষাটিই মূল পরীক্ষা এবং সেটি বাধ্যতামূলক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৮:৩১
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

দশম শ্রেণিতে বছরে দু’বার বোর্ড পরীক্ষার আয়োজন করবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। ২০২৬ সাল থেকেই এই নিয়ম চালু হতে চলেছে বলে চলতি বছর জুনে জানানো হয়েছিল বোর্ডের তরফে। সম্প্রতি এ জন্য কিছু নিয়মবিধির কথাও ঘোষণা করেছে বোর্ড।

Advertisement

আগামী বছর ১৭ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত সিবিএসই-র দশম শ্রেণির প্রথম পর্বের পরীক্ষার আয়োজন করা হবে। দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে মে মাসে। তবে সবাই প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বের পরীক্ষা দিতে পারবে না। সম্প্রতি বোর্ডের একটি ওয়েবিনারে বোর্ডের চেয়ারম্যান রাহুল সিংহ জানিয়েছেন, প্রথম পর্বে যারা তিনটি বা তার বেশি বিষয়ের পরীক্ষা দেবে না, তাকে দ্বিতীয় পরীক্ষার বসার অনুমতিও দেওয়া হবে না। আবার যদি কেউ মূল পর্ব অর্থাৎ প্রথম পর্বের পরীক্ষা এড়িয়ে শুধু দ্বিতীয় পর্বের পরীক্ষা দিতে চায়, তাদেরও অনুমতি দেওয়া হবে না। অন্য দিকে, কোনও পড়ুয়া যদি ভাবে প্রথম পর্বে কিছু বিষয়ের পরীক্ষা দেবে এবং দ্বিতীয় পর্বে বাকি বিষয়ের পরীক্ষা দেবে, সে ক্ষেত্রেও তাদের বাধা দেওয়া হবে।

বোর্ডের চেয়ারম্যান স্পষ্ট করে দিয়েছেন, প্রথম পর্বের পরীক্ষাটিই মূল পরীক্ষা এবং সেটি বাধ্যতামূলক। এই পরীক্ষাকে মাথায় রেখেই প্রস্তুতি নিতে হবে। দ্বিতীয় পর্বের পরীক্ষাটি শুধু ‘ইম্প্রুভমেন্ট এগ্‌জ়াম’ অর্থাৎ এই পরীক্ষায় নিজেদের ফল ভাল করার জন্য আরও এক বার সুযোগ দেবে বোর্ড। প্রথম পর্বে উত্তীর্ণেরা যে কোনও তিনটি বিষয়ে নিজের ফল আরও ভাল করার সুযোগ পাবে দ্বিতীয় পর্বের পরীক্ষার মাধ্যমে। দ্বিতীয় পর্বের ফল ঘোষণা করা হবে ৩০ জুনের মধ্যে।

উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতি মেনে বছরে দু’বার পরীক্ষা চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছিল বোর্ড। তাদের দাবি, এর মাধ্যমে পরীক্ষার চাপ কমার পাশাপাশি যথাযথ ভাবে পড়াশোনার সুযোগ পাবে পড়ুয়ারা। শিক্ষকদের মূল্যায়নেও অনেকটাই সুবিধা হবে।

Advertisement
আরও পড়ুন