IIT Bhilai Admission 2025

অ্যাপ্লায়েড মেকাট্রনিক্স ও রোবোটিক্স বিষয়ে উচ্চশিক্ষা! কোথায় এমটেক-এর সুযোগ?

আগ্রহীরা অনলাইনেই সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৮:৩০
IIT Bhilai

আইআইটি ভিলাই। ছবি: সংগৃহীত।

অনলাইনেই স্নাতকোত্তর করাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) ভিলাই। প্রতিষ্ঠানের তরফে এমটেক কোর্স করানো হবে অ্যাপ্লায়েড মেকাট্রনিক্স অ্যান্ড রোবোটিক্স বিষয়ে। আগ্রহীদের থেকে অনলাইনেই গ্রহণ করা হবে আবেদনপত্র।

Advertisement

ভবিষ্যতে যাঁরা রোবোটিক্স, অটোমেশন এবং মেকাট্রনিক্স ক্ষেত্রে চাকরি করতে চান, তাঁদের কথা ভেবেই কোর্সের পাঠ্যক্রম সাজানো হয়েছে। এমটেক কোর্সটি দু’বছরের। প্রোগ্রাম ফি ৪,১১,০০০ টাকা। কোর্সের ক্লাস হবে অনলাইনে। থিওরি ক্লাস ছাড়াও হাতেকলমে শেখানো হবে নানা বিষয়।

আবেদনকারীদের বিটেক, বিই, এমটেক, এমএসসি, এমসিএ বা এমএস ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে সংশ্লিষ্ট কোর্সে। পাশাপাশি প্রয়োজন ন্যূনতম দু’বছরের পেশাগত অভিজ্ঞতারও।

আগ্রহীরা অনলাইনেই সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে।

Advertisement
আরও পড়ুন