JU Recruitment 2025

গবেষকের খোঁজ যাদবপুরের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে, আবেদনের জন্য কোন শর্ত রয়েছে?

গবেষকদের সাম্মানিক হবে মাসে ২৫,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৫:০১
Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণাধর্মী কাজের সুযোগ। জানানো হয়েছে, স্বল্প মেয়াদের জন্য প্রকল্পে কাজের সুযোগ পাবেন তাঁরা। এ জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে ‘অ্যাপ্লিকেশন অফ নভেল টেকনোলজি টু কনভার্ট ওয়েস্ট রেড মাড টু ভ্যালুয়েবল প্রোডাক্টস’ শীর্ষক প্রকল্পের কাজ হবে। প্রকল্পে নিয়োগ করা হবে দু’জন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। প্রতি ছ’মাস অন্তর তাঁদের কর্মদক্ষতা বিচার করে চুক্তির মেয়াদ বাড়ানো হবে। তাঁদের সাম্মানিক হবে মাসে ২৫,০০০ টাকা।

আবেদনকারীদের কেমিক্যাল বা বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিংয়ে এমই বা এমটেক ডিগ্রি থাকতে হবে। যাঁদের রসায়ন বা গণিতে স্নাতকোত্তর রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন এই প্রকল্পে।

আগামী ১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে দুপুর ১২টা থেকে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। সেখানে তাঁদের আবেদপত্র-সহ বাকি নথি নিয়ে উপস্থিত হতে হবে। আবেদনের বাকি শর্তাবলি মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন