WBSU Admission 2025

স্নাতকোত্তর পড়তে চান! ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি-র শূন্য আসনে রয়েছে ভর্তির সুযোগ

আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টোর মধ্যে আবেদনকারীদের নথি যাচাই করা হবে বিশ্ববিদ্যালয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৪:২৮
West Bengal State University

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীত।

বারাসাতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি-তে এখনও স্নাতকোত্তরে ভর্তির সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তির মাধ্যমে তেমনই জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। স্নাতকোত্তরে এখনও বেশ কিছু আসন এখনও ফাঁকা রয়েছে, সে সব আসনেই এই পর্বে পড়ুয়া ভর্তি নেওয়া হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে নানা বিষয়ে যাঁরা আগে অনলাইনে আবেদন করেছিলেন, কিন্তু ভর্তির সুযোগ পাননি, শুধু মাত্র তাঁরাই এই পর্বে নথি যাচাইয়ের মাধ্যমে ভর্তির সুযোগ পাবেন। আসন খালি রয়েছে, বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা, ইতিহাস, দর্শন, মনস্তত্ত্ব, এডুকেশন, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, ইলেকট্রনিক্স, বায়োকেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, বাণিজ্য-সহ নানা বিষয়ে।

আবেদনকারীদের ২০২৩ থেকে ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। সমস্ত বিষয়ে পড়ুয়াদের মেধা যাচাই করে ভর্তি নেওয়া হবে।

আগামী ২৪ এবং ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টোর মধ্যে আবেদনকারীদের নথি যাচাই করা হবে। মেধাতালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে ২৭ এবং ২৮ নভেম্বর। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন