CBSE Class 10th Board Exams 2026

২০২৬ থেকে দশমে দু’বার পরীক্ষা নেবে সিবিএসই, বদল প্রশ্নপত্রের ধরনেও

উল্লেখ্য, বোর্ডের তরফে আগেই জানানো হয়েছিল, আগামী বছর থেকে দশম এবং দ্বাদশের পরীক্ষায় পড়ুয়াদের বিষয়ভিত্তিক জ্ঞান যাচাই করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৭
CBSE

সিবিএসই। ছবি: সংগৃহীত।

২০২৬ সাল থেকে বছরে দু’বার দশম শ্রেণিতে বোর্ড পরীক্ষার আয়োজন করবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। একইসঙ্গে দশম শ্রেণির প্রশ্নপত্রেও বদল আসতে চলেছে বলে জানা গিয়েছে। সম্প্রতি বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানানো হয়েছে বোর্ডের তরফে।

Advertisement

জানানো হয়েছে, দশম শ্রেণির বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের প্রশ্নপত্রে থাকবে একাধিক বিভাগ। বিজ্ঞানের ক্ষেত্রে থাকবে তিনটি বিভাগ। প্রশ্নপত্রের ‘এ’ বিভাগে থাকবে জীববিজ্ঞানের প্রশ্ন। ‘বি’ বিভাগে থাকবে রসায়নের প্রশ্ন। একেবারে শেষে, ‘সি’ বিভাগে থাকবে পদার্থবিদ্যা বিষয়ের প্রশ্ন।

সমাজবিজ্ঞানের ক্ষেত্রে প্রশ্নপত্রে থাকবে মোট চারটি বিভাগ। এর মধ্যে ‘এ’ বিভাগে থাকবে ইতিহাসের প্রশ্ন। ‘বি’ বিভাগে ভূগোলের প্রশ্ন। ‘সি’ বিভাগে থাকবে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন। ‘ডি’ বিভাগে থাকবে অর্থনীতির প্রশ্ন।

বোর্ডের তরফে জানানো হয়েছে, প্রতি প্রশ্নের জন্য নির্দিষ্ট সেকশনের মধ্যেই সেই প্রশ্নের উত্তর লিখতে হবে। অন্য কোনও জায়গায় উত্তর লিখলে সেই উত্তর মূল্যায়ন করা হবে না। কোনও নম্বরও পাওয়া যাবে না। পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নপত্রের ধরন কেমন হবে, তা বোর্ডের তরফে প্রকাশিত নমুনা পত্রে জানানো হয়েছে।

উল্লেখ্য, বোর্ডের তরফে আগেই জানানো হয়েছিল, আগামী বছর থেকে দশম এবং দ্বাদশের পরীক্ষায় পড়ুয়াদের বিষয়ভিত্তিক জ্ঞান যাচাই করা হবে। যা শুধু মুখস্থবিদ্যার উপর নির্ভর করবে না। যে কোনও বিষয়ের মর্মবস্তু বুঝলেই পরীক্ষায় উত্তর দেওয়া সম্ভব।

Advertisement
আরও পড়ুন