Training programs 2025

জলবায়ু বিজ্ঞান বা কৃত্রিম মেধায় ডিপ লার্নিং-এর প্রয়োগ সম্ভব! কোথায় কী ভাবে কারা পাবেন শেখার সুযোগ?

ডেটা সায়েন্স নিয়ে চর্চা করতে আগ্রহীদের জন্য স্বল্প সময়ের কোর্স কিংবা কর্মশালায় যোগদানের সুযোগ রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১৭:৪৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক

তথ্য বিশ্লেষণ, তা নিয়ে চর্চার বিজ্ঞান বিষয়ে আগ্রহ রয়েছে? রাজ্য এবং দেশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান তা শেখার সুযোগ দিচ্ছে। বিশেষ কর্মশালা বা কোর্সের মাধ্যমে আগ্রহীরা ক্ষেত্র বিশেষে প্রয়োগের প্রশিক্ষণও পাবেন। কোথায় কবে কারা আবেদন করতে পারবেন, রইল বিশদ তথ্য।

Advertisement

জলবায়ু বিজ্ঞান এবং ডিপ লার্নিং:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি), কল্যাণীর তরফে জলবায়ু বিজ্ঞানে ডিপ লার্নিং-এর প্রয়োগ শেখানো হবে। বিশেষ কর্মাশালার মাধ্যমে বিশেষজ্ঞেরা উল্লিখিত বিষয় নিয়ে আলোচনা করবেন।

  • কোথায় হবে— আইআইআইটি, কল্যাণীতে।
  • কবে— ২৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত।
  • কত দিন চলবে— দু’দিন।
  • কারা আবেদন করতে পারবেন— পদার্থবিদ্যা, অ্যাটমোস্ফেরিক সায়েন্সেস, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ের শিক্ষক-শিক্ষিকা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ২০ সেপ্টেম্বর।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মেশিন এবং ডিপ লার্নিং:

ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং-এর খুঁটিনাটি বিশেষ কোর্সের মাধ্যমে শেখাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), দিল্লি। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, অ্যাডভান্সড লেভেলের ওই সার্টিফিকেট কোর্সের ক্লাস সপ্তাহান্তে করানো হবে।

  • কোথায় হবে— অনলাইনে ক্লাস।
  • কবে— ১৯ অক্টোবর থেকে ১৯ এপ্রিল পর্যন্ত।
  • কত দিন চলবে— ছ’মাস।
  • কারা আবেদন করতে পারবেন— ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান শাখার যে কোনও বিষয় নিয়ে পাঠরত স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ১১ অক্টোবর।

জেনারেটিভ এআই এবং ডিপ লার্নিং:

ডিপ লার্নিং-এর মাধ্যমে জেনারেটিভ এআই-এ দক্ষ হওয়ার সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), কানপুর। প্রতিষ্ঠানের বিশেষজ্ঞেরা কম্পিউটার ভিশন, মডেল ট্রেনিং অ্যান্ড অপটিমাইজ়েশন, রিএনফোর্সমেন্ট লার্নিং, ন্যাচরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং-এর খুঁটিনাটিও শেখাবেন।

  • কোথায় হবে— অনলাইনে ক্লাস।
  • কবে— নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
  • কত দিন চলবে— ১১ মাস।
  • কারা আবেদন করতে পারবেন— আইটি প্রফেশনাল; ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে স্নাতকেরা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ৭ অক্টোবর।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

জেনারেটিভ এআই এবং পাইথন প্রোগ্রামিং:

পাইথন প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, মেশিন লার্নিং-এর খুঁটিনাটি শেখাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। সেই সঙ্গে স্টিমুলেশন মডেলের কর্মপদ্ধতি নিয়েও চলবে চর্চা।

  • কোথায় হবে— অনলাইনে ক্লাস।
  • কবে— ১ ডিসেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
  • কত দিন চলবে—দু’মাস।
  • কারা আবেদন করতে পারবেন— কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল বিষয়ের স্নাতক স্তরের পডুয়া, স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তি এবং কৃত্রিম মেধা নিয়ে কর্মরতরা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ২৪ অক্টোবর।

গবেষণার রূপরেখায় কৃত্রিম মেধার প্রয়োগ:

গবেষণার রূপরেখা তৈরির কৌশল শেখাতে বিশেষ কর্মশালার আয়োজন করবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর। প্রতিষ্ঠানের তরফে ডেটা টাইপস, ডেটা ভিস্যুয়ালাইজ়েশন, ক্লাসিক্যাল মেশিন লার্নিং সংক্রান্ত বিষয়েও চর্চা চলবে।

  • কোথায় হবে— এনআইটি দুর্গাপুরে।
  • কবে— ১৯ ডিসেম্বর।
  • কত দিন চলবে— একদিন।
  • কারা আবেদন করতে পারবেন— সাপ্লাই চেন, লজিস্টিক্স নিয়ে পাঠরত স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়া, গবেষক, শিক্ষক-শিক্ষিকা এবং ম্যানেজার, ইঞ্জিনিয়ারেরা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ২০ সেপ্টেম্বর।
Advertisement
আরও পড়ুন