NTA JEE Main 2026

সরস্বতী পুজোয় নয় জয়েন্ট এন্ট্রান্স, সিদ্ধান্ত জানাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (এনটিএ) চিঠি দিয়ে সূচি পরিবর্তনের আর্জি জানিয়েছিলেন। আপত্তি জানিয়েছিল রাজ্য শিক্ষা দফতরও।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৫:৪৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পিছোচ্ছে ২৩ জানুয়ারির জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষা। বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। জানানো হয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্যই ওই দিনের পরিবর্তে অন্য কোনও দিন পরীক্ষা নেওয়া হবে। কবে সেই পরীক্ষা হবে, তা অবশ্য এখনও নির্ধারিত হয়নি। পরে তা জানানো হবে।

Advertisement

গত বছর নভেম্বরে প্রাথমিক ভাবে জেইই মেন পরীক্ষার দিন ঘোষণা করেছিল এনটিএ। কিন্তু ৯ জানুয়ারি ফের পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ করেন কর্তৃপক্ষ। ২১ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত পরীক্ষার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। জেইই মেন-এর প্রথম পত্রের বিই এবং বিটেক-এর পরীক্ষা হবে ২১, ২২, ২৩, ২৪ এবং ২৮ জানুয়ারি।

এ দিকে ২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী তো বটেই, চলতি বছর ওই দিনেই সরস্বতীপুজো। এ রাজ্যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানে ছুটি। ফলে পরীক্ষার সূচি পরিবর্তনের আর্জি জানিয়ে রাজ্য শিক্ষা দফতরের তরফে চিঠি দেওয়া হয় এনটিএ-কে। তারও আগে, গত ৯ জানুয়ারি এনটি-কে চিঠি দিয়ে সূচি পরিবর্তনের আর্জি জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এ দিকে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে এক্স হ্যান্ডলে লেখেন, তাঁর হস্তক্ষেপে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছে এনটিএ।

তার পরই সিদ্ধান্ত পরিবর্তন করেছে পরীক্ষা নিয়ামক সংস্থা। যদিও এক্স হ্যান্ডলে সংস্থার তরফে জানানো হয়েছে সরস্বতীপুজোর কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য এই সূচি পরিবর্তন করা হচ্ছে। নেতাজি জন্মজয়ন্তীর কথা উল্লেখ করাই হয়নি।

বৃহস্পতিবার দুপুরে এ প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “রাজনৈতিক ভাবে ওঁরা মুখে বলেন, নেতাজিকে সম্মান দেন। তারই নিদর্শন দেখা যাচ্ছে, ওঁর জন্মদিনে রাজ্যে ছুটি, অথচ, সে দিনই পরীক্ষা ফেলা হল। ওঁরা নেতাজির জন্য কিছু করেনি।”

Advertisement
আরও পড়ুন