CLAT 2026 Result out

আইন নিয়ে পড়ার প্রবেশিকায় বসেছেন? প্রকাশিত হয়েছে ফল, দেখবেন কী ভাবে?

‘কনসোর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি’র তরফে প্রতি বছরই আইনের প্রবেশিকার আয়োজন করা হয়। চলতি বছর ৭ ডিসেম্বর ক্ল্যাট ২০২৬ আয়োজিত হয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৩:৩২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আইনে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা অর্জনের জন্য প্রবেশিকায় বসতে হয়। যে পরীক্ষার নাম কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট)। ‘কনসর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি’র তরফে সেই পরীক্ষারই ফল প্রকাশ করা হয়েছে।

Advertisement

কী ভাবে দেখবেন ফল

প্রথমে ‘কনসর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি’র ওয়েবসাইটে যেতে হবে।

‘হোমপেজ‘ থেকে কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) ২০২৬-এ গেলে ফলাফলের লিঙ্কটি পাওয়া যাবে।

সেখানে পরীক্ষার্থী প্রয়োজনীয় তথ্য পূরণ করলেই দেখতে পাবেন ফল।

পরবর্তী প্রয়োজনের জন্য সেটি ডাউনলোড করেও রাখা যেতে পারে।

‘কনসর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি’র তরফে প্রতি বছরই আইনের প্রবেশিকার আয়োজন করা হয়। চলতি বছর ৭ ডিসেম্বর ক্ল্যাট ২০২৬ হয়েছিল। প্রায় ৯২,৩৪৪ জন প্রার্থী পরীক্ষা দিয়েছেন এ বার। যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। এই প্রার্থীদের মধ্যে ৭৫ হাজারের বেশি স্নাতক স্তরে পড়ার জন্য এবং ১৭ হাজারের কাছে প্রার্থী পরীক্ষা দিয়েছেন স্নাতকোত্তর স্তরের জন্য।

Advertisement
আরও পড়ুন