Recruitment in Cooch Behar

কোচবিহার জেলায় অ্যাডিশনাল ইনস্পেক্টর নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

প্রতি মাসে ১২ হাজার টাকা করে বেতন হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মে ২০২৩ ১৮:৪৫
কোচবিহার জেলায় কাজের সুযোগ।

কোচবিহার জেলায় কাজের সুযোগ। প্রতীকী ছবি।

কোচবিহার জেলায় কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে নিয়োগ হবে। জেলা অনগ্রসর কল্যাণ বিভাগের তরফে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৬টি। প্রতি মাসে ১২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৬৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। যে সমস্ত প্রার্থী আগে ইনস্পেক্টর/ হেড ক্লার্ক/ এক্সটেনশন অফিসার হিসাবে রাজ্য সরকারের অধীনে কাজ করেছেন তাঁরা আবেদন করতে পারবেন।

Advertisement

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যাওয়া প্রয়োজন। ‘হোমপেজ’ থেকে ‘নোটিশ’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় জমা দেওয়া প্রয়োজন। ২৫ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। ঐ দিন বিকেল ৫টার পর আর কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন