CSIR-IICB Admission 2025

বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের জন্য প্রশিক্ষণ, উদ্যোগ যাদবপুরের আইআইসিবি-র

প্রশিক্ষণের জন্য আগ্রহীদের বিজ্ঞান/ টেকনোলজি/ ফার্মাসির নানা বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাঠরত বা উত্তীর্ণ হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১৭:২৪
CSIR-IICB

সিএসআইআর-আইআইসিবি। সংগৃহীত ছবি।

একাধিক বিষয়ে পড়ুয়াদের প্রশিক্ষণ দেবে যাদবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)। কেন্দ্রীয় সংস্থা কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

কেমিক্যাল এবং বায়োলজিক্যাল সায়েন্সেসের নানা বিষয়ে পড়ুয়াদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে তাঁদের পেশাদারি ক্ষেত্রে প্রবেশের পথ সুগম করাই এই প্রোগ্রামের লক্ষ্য। যে বিষয়গুলিতে ‘স্কিল ডেভেলপমেন্ট’-এর প্রশিক্ষণ দেওয়া হবে পড়ুয়াদের, সেগুলি হল— ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যাথোলজি টেকনিকস ফর বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশনস, অ্যাডভান্সড বায়োইনফরমেটিক্স, রিয়্যাল টাইম আরটিপিসিআর, হাইএন্ড ইকুইপমেন্টস ফর ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনস-ফ্লো সাইটোমেট্রি, সেপারেশনস টেকনিকস-সহ নানা বিষয়।

সমস্ত বিষয়ের প্রশিক্ষণ দেবেন প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকরা। থিওরি ক্লাসের পাশাপাশি প্র্যাক্টিক্যাল ল্যাবরেটরিতেও হাতেকলমে কাজ শেখানো হবে পড়ুয়াদের। রিয়্যাল টাইম আরটিপিসিআর বিষয়ের প্রশিক্ষণ চলবে এক সপ্তাহ ব্যাপী। আগামী ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত। বাকি বিষয়ের প্রশিক্ষণ দেওয়া হবে দু’সপ্তাহ ধরে। যা শুরু হবে ১৬ জুন। চলবে ২৭ জুন পর্যন্ত।

প্রশিক্ষণের জন্য আগ্রহীদের বিজ্ঞান/ টেকনোলজি/ ফার্মাসির নানা বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পাঠরত বা উত্তীর্ণ হতে হবে। কোর্স ফি ৫,০০০ থেকে ৬,০০০ টাকা।

আগ্রহীদের এর জন্য মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২ জুন আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন