21st July TMC Rally

সমাবেশের চাপে বন্ধ স্কুল, পরীক্ষার দিন পরিবর্তন বিশ্ববিদ্যালয়ের

সিধু-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয় সেই দিন পরীক্ষা ছিল স্নাতকস্তরের দ্বিতীয় সেমিস্টারের। সেই পরীক্ষার দিন পরিবর্তন করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা হবে ২৫ জুলাই।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ২১:১৮

ছবি: সংগৃহীত।

সপ্তাহের প্রথম দিন সোমবার একুশে জুলাই এর সমাবেশ। যোগ দেবেন লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় এই সমাবেশ হওয়ায় কলকাতা ও তার আশপাশের অঞ্চলে যানজটের আশঙ্কা করছেন অনেকেই। সিধু-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয় সেই দিন পরীক্ষা ছিল স্নাতক স্তরের দ্বিতীয় সেমিস্টারের। সেই পরীক্ষার দিন পরিবর্তন করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরিবর্তিত দিন রাখা হল ২৫ জুলাই। তবে বিশ্ববিদ্যালয় তার বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, পরীক্ষার দিন পরিবর্তন করা হচ্ছে অনিবার্য কারণবশত। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে কোন‌ও উত্তর পাওয়া যায়নি।

Advertisement

অন্য দিকে অনেক অভিভাবক আশঙ্কা করছেন স্কুল থেকে ফেরার পথে সমস্যায় পড়তে পারেন তাঁদের ছেলেমেয়েরা। যে তাই বেশ কিছু বেসরকারি স্কুলে ২১ তারিখ ছুটি ঘোষণা করা হয়েছে। আবার বেশ কয়েকটি স্কুল অনলাইন ক্লাস করানোর কথা ভেবেছে অথবা সময় পরিবর্তন করেছে। তবে বেসরকারি স্কুল বন্ধ থাকলেও খোলা থাকবে সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল।

বেসরকারি স্কুলের মধ্যে বন্ধ থাকবে ক্যালকাটা গার্লস, প্র্যাট মেমোরিয়াল, সেন্ট জেমস, ডিপিএস মেগাসিটি এবং রুবি পার্ক।

খোলা থাকবে কিন্তু অনলাইনে ক্লাস হবে সেই সমস্ত স্কুলগুলির সেগুলি হল, লা মাটিনিয়ার বয়েজ ও গার্লস। স্কুলের তরফ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট দিনে রাজনৈতিক মিছিল রয়েছে। তাই লোয়ার নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস অনলাইন ক্লাস করানো হচ্ছে।

পাশাপাশি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ইউনিট টেস্ট রয়েছে ক্লাসে। সেই তারিখ পরিবর্তন করে মঙ্গলবার অর্থাৎ ২২ জুলাই করা হয়েছে।

লা মাটিনিয়ারের পাশাপাশি অনলাইন ক্লাস করানো হবে দ্য বিএসএস। সাউথ পয়েন্ট স্কুলের সেদিন ক্লাস বাতিল করা হয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে অভিভাবকদের সঙ্গে বৈঠক রয়েছে। শ্রী শিক্ষায়তনে ক্লাস হবে কিন্তু সাড়ে ১০টার মধ্যে স্কুল ছুটির কথা ঘোষণা করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন