JU Finance Officer 2025

‘জুটা’-র বিক্ষোভ! অস্থায়ী ফিন্য়ান্স অফিসারের মেয়াদ বাড়ল যাদবপুরে

দীপাঞ্জন বর্তমানে প্রতিষ্ঠানের সিনিয়র অডিট অফিসার হিসাবে স্থায়ী পদে কর্মরত। এই পদেই পাশাপাশি এর আগেও ভারপ্রাপ্ত ফিন্যান্স অফিসার হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ২১:০৯
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

পুনরায় অস্থায়ী ফিন্যান্স অফিসারের মেয়াদ বৃদ্ধি করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, আপতত ‘অ্যাক্টটিং ফিন্যান্স অফিসার’ হিসাবে কাজ করবেন দীপাঞ্জন রায়চৌধুরীই। তিনি এর আগেও অস্থায়ী ফিন্যান্স অফিসার হিসাবে বিশ্ববিদ্যালয়ের কাজ সামলাচ্ছিলেন।

Advertisement

তবে, দীপাঞ্জন বর্তমানে প্রতিষ্ঠানের সিনিয়র অডিট অফিসার হিসাবে স্থায়ী পদে কর্মরত। এই পদেই পাশাপাশি এর আগেও ভারপ্রাপ্ত হিসাবে ফিন্যান্স অফিসার পদের দায়িত্ব সামলাচ্ছিলেন। কিন্তু গত ১৬ জুন অস্থায়ী ফিন্যান্স অফিসারের কার্যকালের মেয়াদ শেষ হয় যায়। তার পর বেশ কিছু দিন ফিন্যান্স অফিসারের জায়গা শূন্য ছিল। প্রতিষ্ঠানের সহ-উপাচার্য ২ জুন ফিন্যান্স অফিসারের মেয়াদ বৃদ্ধির জন্য চিঠি দিয়েছিলেন শিক্ষাদফতরে। কিন্তু সেই চিঠির কোনও উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ। ফলত ফিন্যান্স অফিসার পদ শূন্য হয়ে যাওয়ায় পঠন পঠন থেকে প্রশাসনিক কাজে অসুবিধা হচ্ছিল। এমতাবস্থায় ‘জুটা’ (যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপক সংগঠন) বিশ্ববিদ্যালয়ের কাছে দাবি করেছিল স্বশাসিত ভাবে সিদ্ধান্ত নিয়ে অস্থায়ী পদেই ফের করা হোক। না হলে তাঁরা ধর্নায় বসবেন। এর পরই প্রতিষ্ঠান থেকে পুনরায় অস্থায়ী হিসাবে দীপাঞ্জনকে ফিন্যান্স অফিসার পদে নিযুক্ত করা হল।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে নিয়োগ জটে হাঁসফাঁস অবস্থা ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। রেজিস্ট্রার এবং ফিন্যান্স অফিসারের পদও এতদিন ধরে সামলাচ্ছেন ভারপ্রাপ্ত অধ্যাপকেরাই। এর বাইরেও একাধিক আধিকারিকের পদ শূন্য, নিয়োগ হচ্ছে না বলে অভিযোগ। অস্থায়ী ফিন্যান্স অফিসার থাকলে তাও প্রশাসনিক কাজ কিছুটা এগোবে বলে মনে করছে শিক্ষক মহলের একাংশ।

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে একমাত্র স্থায়ী পদাধিকারী সহ-উপাচার্য। বাকি সমস্ত পদ সামলাচ্ছেন অস্থায়ী ভাবে নিযুক্ত আধিকারিকেরা। যদিও শিক্ষা দফতর সূত্রের খবর, সম্পূর্ণ সময়ের জন্য ফিন্যান্স অফিসার পদে কে দায়িত্ব নেবেন তাঁর নাম দ্রুত পাঠানো হবে।

Advertisement
আরও পড়ুন