DRDO Recruitment 2026

বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের ইন্টার্নশিপের সুযোগ, প্রশিক্ষণ দেবে ডিআরডিও

পড়াশোনা করতে করতেই প্রশিক্ষণের সুযোগ পাবেন স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরতেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৪

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ডিআরডিও-র অধীন গবেষণাগার দেবে কাজ শেখার সুযোগ। পড়াশোনা করতে করতেই ওই সুযোগ পাবেন স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়ারা। ইন্টার্নশিপের জন্য বেছে নেওয়া হবে ৫২ জনকে। সংস্থার অধীনস্থ সলিড স্টেট ফিজ়িক্স ল্যাবরেটরি-তে প্রশিক্ষণ চলবে।

Advertisement

পদার্থবিদ্যা, রসায়ন, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেটিরিয়াল সায়েন্স, কোয়ান্টাম টেকনোলজি, লেজ়ার অপটিক্স, সেমিকন্ডাক্টর ডিভাইস, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন, এমন পড়ুয়ারা ইন্টার্নশিপের সুযোগ পাবেন।

ডিআরডিও-র তরফে অ্যাডভান্সড সেমিকান্ডক্টর, ন্যানোটেকনোলজি সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। হাতেকলমে কাজ শেখানোর সঙ্গে গবেষণার খুঁটিনাটিও শিখে নিতে পারবেন পড়ুয়ারা।

ইন্টার্ন হিসাবে অনূর্ধ্ব ২৮ বছর বয়সি প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। প্রশিক্ষণ ছ’মাস পর্যন্ত চলবে। প্রশিক্ষণের পর শংসাপত্র দেবে ডিআরডিও। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ভাতা হিসাবে ৫,০০০ টাকা দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের নথি জমা দিতে হবে। সংশ্লিষ্ট পদের জন্য ১৪ জানুয়ারি পর্যন্ত আবেদন পাঠাতে পারবেন।

Advertisement
আরও পড়ুন