Derozio Memorial College Admission 2025

ব্রডকাস্ট জার্নালিজ়ম-সহ নানা বিষয়ে কোর্সের সুযোগ, ভর্তি শুরু ডিরোজিও মেমোরিয়াল কলেজে

ডিরোজিও মেমোরিয়াল কলেজটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অধীনস্থ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৭:২৮
Derozio Memorial College

ডিরোজিও মেমোরিয়াল কলেজ ছবি: সংগৃহীত।

জাতীয় শিক্ষা নীতিতে প্রচলিত কোর্সের পাশাপাশি কর্মমুখী কোর্স চালুর উপর জোর দেওয়া হয়েছে। সেই মতো বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে একাধিক নতুন কোর্স। একইসঙ্গে বৃত্তিমূলক বিষয়ে পড়ার আগ্রহ বাড়ছে পড়ুয়াদের মধ্যেও। তাঁদের কথা ভেবে এ বার রাজারহাটের ডিরোজিও মেমোরিয়াল কলেজেও শুরু হয়েছে নানাবিধ কোর্সের ভর্তি প্রক্রিয়া। এই মর্মে কলেজের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। এ জন্য আগ্রহীদের থেকে অনলাইনেই আবেদন গ্রহণ করা হচ্ছে।

Advertisement

ডিরোজিও মেমোরিয়াল কলেজটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি স্বীকৃত। কলেজের তরফে যুগোপযোগী তিনটি বিষয়ে বিভোক ডিগ্রি এবং দু’টি বিষয়ে ডিপ্লোমা কোর্স করানো হবে। বিভোক ডিগ্রি কোর্সগুলি তিন বছরের। কমিউনিটি কলেজ স্কিমের ডিপ্লোমা কোর্সগুলি চলবে এক বছর ধরে। দু’ধরনের কোর্সই সেমেস্টারের মাধ্যমে পড়ানো হবে। বিভোক ডিগ্রি কোর্সে থাকবে ছ’টি সেমেস্টার। অন্য দিকে, ডিপ্লোমা কোর্সে থাকবে দু’টি সেমেস্টার। সমস্ত কোর্সই ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) অনুমোদিত।

যে সমস্ত বিষয়ে বিভোক কোর্স করানো হবে, সেগুলি হল— ব্রডকাস্ট জার্নালিজ়ম, পাবলিক রিলেশনস, প্রিন্টিং অ্যান্ড বুক পাবলিশিং। ডিপ্লোমা কোর্স করা যাবে ফোটোগ্রাফি অ্যান্ড ভিডিয়োগ্রাফি এবং ওয়েব ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ের উপর।

উভয় ক্ষেত্রেই পাঠক্রমে বিষয়ভিত্তিক শিক্ষাদানের চেয়ে ব্যবহারিক (প্র্যাক্টিক্যাল) ক্লাস এবং হাতেকলমে প্রশিক্ষণের উপর জোর দেওয়া হবে। ক্লাস নেবেন সংশ্লিষ্ট ক্ষেত্রের অভিজ্ঞ পেশাদাররা। কোর্স শেষে থাকবে ইন্টার্নশিপ এবং প্লেসমেন্টের ব্যবস্থা।

দু’টি কোর্সে আবেদন করতে পারবেন যে কোনও বয়সের মানুষই। উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই করা যাবে আবেদন।

বিভোক কোর্সের ক্ষেত্রে প্রতি সেমেস্টারের জন্য বরাদ্দ ফি ৬,৫২০ টাকা। অন্য দিকে, ডিপ্লোমা কোর্সের ফি মোট ১০,০০০ টাকা।

আগ্রহীদের কলেজের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ ভর্তির আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ৩১ অগস্ট। এ বিষয়ে বাকি তথ্য জানা যাবে কলেজের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তি থেকে।

Advertisement
আরও পড়ুন