Extra Increment

ভোটের আগে প্রধানশিক্ষকদের বেতন বৃদ্ধি! তালিকা চেয়ে পাঠাল শিক্ষা দফতর

রোপা ১৯৯৮ বিধি অনুযায়ী বাম আমলে উচ্চ মাধ্যমিকের প্রধানশিক্ষকরা দু’টি করে ইনক্রিমেন্ট পেতেন প্রতি বছর। মাধ্যমিক স্কুলের প্রধানশিক্ষকেরা একটি করে ইনক্রিমেন্ট পেতেন বছরে। সেই বিধির পরিবর্তন করা হয় ২০০৯ সালে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ২১:১৯
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ভোটের আগে বেতন বাড়ছে প্রধানশিক্ষকদের। উদ্যোগী স্কুল শিক্ষাদফতর। জানা গিয়েছে, অতিরিক্ত ৩ শতাংশ বেতন বৃদ্ধি হবে উচ্চ মাধ্যমিক স্তরে প্রধানশিক্ষকদের।

Advertisement

সূত্রে খবর, রোপা ১৯৯৮ বিধি অনুযায়ী বাম আমলে উচ্চ মাধ্যমিকের প্রধানশিক্ষকরা দু’টি করে ইনক্রিমেন্ট পেতেন। মাধ্যমিক স্কুলের প্রধানশিক্ষকেরা একটি করে ইনক্রিমেন্ট পেতেন বছরে। সেই বিধির পরিবর্তন করা হয় ২০০৯ সালে। সেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রধানশিক্ষকদের জন্য একটি করেই ইনক্রিমেন্টের কথা জানানো হয়। কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরের প্রধানশিক্ষকদের জন্য ২০০ টাকা করে অতিরিক্ত পারিশ্রমিকের কথা উল্লেখ করা হয়েছিল।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলাও হয়েছে হাই কোর্টে। ব্যক্তিগত মামলায় বেশ কয়েকজন প্রধানশিক্ষক দু’টি করে ইনক্রিমেন্ট পাচ্ছেন বলেও বিকাশ ভবন সূত্রের খবর। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “২০১৭ থেকেই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকদের একটি অতিরিক্ত বেতন বৃদ্ধির দাবি করছিলাম আমরা। তাঁদের অতিরিক্ত দায়িত্বের কথা মাথায় রেখে নির্বাচনের আগে এই বেতন বৃদ্ধি হলে ভাল।”

সূত্রের খবর, কত প্রধানশিক্ষক এই বেতন বৃদ্ধির আওতায় আসবেন, তার তালিকা তৈরি করতে ইতিমধ্যে শিক্ষা দফতরের তরফে স্কুল জেলা পরিদর্শক ও ইনস্পেক্টর অফ স্কুলের কাছে তথ্য চাওয়া হয়েছে। আগামী ২০ জানুয়ারির মধ্যে সেই তথ্য জমা দিতে বলা হয়েছে দফতরে।

Advertisement
আরও পড়ুন