Internship for Engineers

সেরামিক নিয়ে ইন্টার্নশিপের সুযোগ, কেন্দ্রীয় সরকার অধীনস্থ প্রতিষ্ঠান দেবে হাতেকলমে প্রশিক্ষণও

সেরামিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে পাঠরত স্নাতক স্তরের পড়ুয়ারা এই ইন্টার্নশিপের সুযোগ পাবেন। মেধার ভিত্তিতে পড়ুয়াদের বেছে নেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৬
Hands-on training will also be provided by the Central Glass and Ceramic Research Institute.

সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটের তরফে দেওয়া হবে হাতেকলমে প্রশিক্ষণও। ছবি: সংগৃহীত।

ইঞ্জিনিয়ারিং শাখার বিশেষ বিষয় নিয়ে পাঠরতদের ইন্টার্নশিপ করার সুযোগ। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ প্রতিষ্ঠানের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার অধীনস্থ সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (সিজিসিআরআই)-এর তরফে স্বল্প সময়ের জন্য সেরামিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে পাঠরত পড়ুয়াদের ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে কোনও বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে সেরামিক ইঞ্জিনিয়ারিং নিয়ে তৃতীয় এবং চতুর্থ সিমেস্টারে পাঠরত পড়ুয়াদের জন্য এই ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। তাঁদের সিমেস্টার সিস্টেমের পরীক্ষায় ন্যূনতম ৮.০ সিজিপিএ কিংবা ৮০ শতাংশ নম্বর থাকা আবশ্যক।

The working methods of various ancillary equipment used in the laboratory will also be taught.

শেখানো হবে গবেষণাগারে ব্যবহৃত বিভিন্ন আনুষঙ্গিক যন্ত্রের কর্মপদ্ধতিও। ছবি: সংগৃহীত।

প্রতিষ্ঠানের সিনিয়র প্রিন্সিপাল সায়েন্টিস্ট কৌশিক দানা জানিয়েছেন, সংশ্লিষ্ট ইন্টার্নশিপটির মাধ্যমে প্রতিষ্ঠানে সেরামিক নিয়ে গবেষণার কৌশল, গবেষণাগারে ব্যবহৃত বিভিন্ন আনুষঙ্গিক যন্ত্রের কর্মপদ্ধতি হাতেকলমে শেখানো হবে। প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা ইন্ডাস্ট্রিয়াল এবং অ্যাকাডেমিক রিসার্চ সম্পর্কেও অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা করবেন। মোট আসন সংখ্যা ১০টি।

প্রসঙ্গত সিজিসিআরআই-এর তরফে জানানো হয়েছে, এই ইন্টার্নশিপটি ১০ সপ্তাহের মধ্যে সম্পূর্ণ হবে। চলতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই মাস পর্যন্ত চলবে প্রশিক্ষণ। কলকাতার ক্যাম্পাসে অংশগ্রহণকারীদের জন্য থাকার ব্যবস্থা করা হবে।

ইন্টার্নশিপ করতে আগ্রহীদের প্রতিষ্ঠানের দেওয়া ইমেল আইডিতে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ২ মার্চ, ২০২৫। বাছাই করা প্রার্থীদের ১৫ মার্চ ইন্টারভিউ নেওয়া হবে। এই মর্মে আরও তথ্য জেনে নিতে হলে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন