WBJEE 2025 Result

সুপ্রিম নির্দেশে কি কাটল ওবিসি জট! রাজ্য জয়েন্টের ফল কবে? বোর্ডকে নির্দেশিকা পাঠাল শিক্ষা দফতর

চলতি সপ্তাহের বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেখানে সরকারের কাছ থেকে পাওয়া আইনি পরামর্শ পড়ুয়াদের কাছে তুলে ধরবে বোর্ড কর্তৃপক্ষ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৮:০১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতা কেটেছে। তারপরই ফলাফল প্রকাশ করার প্রস্তুতি শুরু করেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কিন্তু সংরক্ষণ নিয়ে কাটলো কি ধোঁয়াশা! বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেখানে সরকারের কাছ থেকে পাওয়া আইনি পরামর্শ পড়ুয়াদের কাছে তুলে ধরবেন বোর্ড কর্তৃপক্ষ।

Advertisement

রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অবশেষে সরকারের তরফে আজ দুপুর ২টো ৪৬ নাগাদ নির্দেশিকা পেয়েছি। আমরা সেই নির্দেশিকা অনুযায়ীই কাজ করব। পরবর্তী পদক্ষেপ কী গ্রহণ করা হবে সেই সমস্ত বিষয়ে আগামীকাল দুপুর ২টোয় সাংবাদিক বৈঠক করে জানানো হবে।’’

পশ্চিমবঙ্গের অন্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র শংসাপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তির মামলায় হাই কোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। সম্প্রতি রাজ্যের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল হাই কোর্ট। সোমবার ওই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই মতো কোর্টের ‘অর্ডার কপি’ হাতে পাওয়ার পর প্রথমে ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি পরামর্শ গ্রহণ করে উচ্চ শিক্ষা দফতর। তারপর উচ্চ শিক্ষা দফতরের তরফে সেই পরামর্শ পাঠানো হয় জয়েন্ট বোর্ডকে।

উচ্চ শিক্ষা দফতরের এক কর্তা জানান, শীর্ষ আদালতের নির্দেশ পাওয়ার পর আমরা আইনি পরামর্শ গ্রহণ করেছি। এই আইনি পরামর্শ অনুযায়ী ছাত্রছাত্রীদের কী করণীয় তা বোর্ড বিস্তারিত জানাবে। ফল প্রকাশ হতে আরও তিন-চার দিন সময় লাগবে।

২৭ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা পরীক্ষা নেয়। তারপর প্রায় তিন মাস পেরিয়ে গিয়েছে, এখনও ইঞ্জিনিয়ারিং এর ফল প্রকাশ করতে পারেনি বোর্ড। প্রায় এক লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছিলেন। এর আগে বোর্ডের তরফে জানানো হয়েছিল,৫ জুন জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের প্রস্তুতি সেরে ফেলেছিল বোর্ড। কিন্তু তার পরেই কোর্টে ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে জটিলতার সৃষ্টি হয়। সোমবার ওবিসি নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

ইতিমধ্যেই জয়েন্ট এন্ট্রান্সের ফল দ্রুত প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার এই পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের নির্দেশ, এক সপ্তাহের মধ্যে রাজ্য জয়েন্টের ফল প্রকাশ করতে হবে। না হলে কেন ফল প্রকাশ হচ্ছে না তা হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্য এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে। ফল প্রকাশ না হলে ৭ অগস্টের মধ্যে জমা দিতে হবে হলফনামা। কিন্তু ফল প্রকাশে বাধা কোথায়, অবশেষে কবে প্রকাশিত হবে ফল সেই নিয়েই উঠছে প্রশ্ন।

Advertisement
আরও পড়ুন