Certificate Course and Workshop

চাকরির মেলা থেকে জাতীয় সম্মেলন নানা বিষয়ে আলোচনা! কোথায়, কখন কবে?

শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা, চাকরির মেলা সুলুকসন্ধান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৯:০০
কোথায় কী চলছে!

কোথায় কী চলছে! ছবি: সংগৃহীত।

স্নাতক, স্নাতকোত্তর পড়ার পাশাপাশি অনেকেই বহু স্বল্প মেয়াদি কোর্স করে থাকেন। তাই রাজ্য এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানেও প্রায়ই নানা বিষয় নিয়ে স্বল্প মেয়াদি সার্টিফিকেট কোর্স করানো হয়। আবার, জাতীয় কর্মশালা, সেমিনারও হয়ে থাকে নানা বিষয়কে কেন্দ্র করে। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা, চাকরির মেলা সুলুকসন্ধান।

Advertisement

১। চাকরির মেলা—

নব বালিগঞ্জ মহাবিদ্যালয়ের তরফে একটি চাকরির মেলা আয়োজন করা হয়েছে। নতুনদের সুযোগ দিতে বহু সংস্থা আসছে সেখানে।

কোথায় হবে— কলেজ প্রাঙ্গণে।

কবে— ১৭ জানুয়ারি।

কত দিন চলবে— একদিন।

কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া।

আবেদন কী ভাবে— বিজ্ঞপ্তিতে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে।

২। ক্লিনিক্যাল গবেষণায় ফার্মাকোভিজিল্যান্স কোর্স—

সংশ্লিষ্ট বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে স্বল্প মেয়াদি কোর্স করানো হবে।

কোথায় হবে— বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার।

কবে— ১০ ফেব্রুয়ারি থেকে শুরু।

কত দিন চলবে— ন’মাস।

কারা আবেদন করতে পারবেন— এমবিবিএস, বিএসসি এবং এম ফার্মা, বি ফার্মা ডিগ্রি রয়েছে যাঁদের।

আবেদন কী ভাবে— বিশ্ববিদ্যালয়ে সরাসরি গিয়ে।

আবেদনের শেষ দিন কবে— ৩০ জানুয়ারি ২০২৬।

৩। ‘এআই ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ কর্মশালা—

সংশ্লিষ্ট বিষয়ের উপর কেন্দ্র করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে।

কোথায় হবে— বিশ্ববিদ্যালয়ের এআই ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং।

কবে— ১৯ এবং ২০ জানুয়ারি।

কত দিন চলবে— দু’দিন।

কারা যোগ দিতে পারবেন— সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহী পড়ুয়া ও গবেষকরা।

৪। ‘বুদ্ধিস্ট স্টাডিজ়’ নিয়ে পড়াশোনা—

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে বৌদ্ধ ধর্মের নানা দিক পড়ানো হবে স্বল্পমেয়াদি সার্টিফিকেট কোর্সের মাধ্যমে।

কোথায় হবে— বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে।

কবে— সপ্তাহে দু’দিন করে ক্লাস।

কত দিন চলবে— ছ’মাস।

কারা যোগ দিতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া, শিক্ষক এবং গবেষকরা।

৫। আরএনএ ইন্ডিয়া কলকাতা চ্যাপ্টার স্যালোঁ—

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট বিষয়ের উপর জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে।

কোথায়— প্রতিষ্ঠানের ‘ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স’-এ।

কবে— ২৫ ও ২৬ মার্চ।

কত দিন চলবে— দু’দিন।

কারা আবেদন করতে পারবেন— পড়ুয়া, গবেষক, শিক্ষকেরা।

আবেদন কী ভাবে— অনলাইনে।

Advertisement
আরও পড়ুন