ছবি: এআই।
অভিনয় শেখার ইচ্ছে পূরণ হতে পারে দ্বাদশেই। আবার কৃত্রিম মেধার খুঁটিনাটি শেখার সুযোগ পাওয়া যাবে অনলাইনে। পড়াশোনার সঙ্গে কাজের দক্ষতা বৃদ্ধি করার জন্য এই কোর্সগুলিতে স্বল্পসময়ের প্রশিক্ষণের ব্যবস্থাও থাকে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আইআইটি খড়্গপুর— সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের তরফে কী কী কোর্স বা কর্মশালার আয়োজন করা হয়েছে, তা বিশদে জানানো হল।
‘সাপ্লাই চেন সিস্টেম’:
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জোগান বজায় রাখতে ডেটা অ্যানালিটিক্সের প্রয়োগ করা হয়ে থাকে। পরিস্থিতির বিচারে কম খরচে জোগানের কাজ চালানো, সে জন্য তথ্য সংগ্রহ এবং সুরক্ষিত রাখার ব্যবস্থা বজায় রাখার খুঁটিনাটি নিয়েই বিশেষ কোর্স করাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর।
অভিনয় শেখার কোর্স:
অভিনয় শেখার সুযোগ দেবে ন্যাশনাল স্কুল অফ ড্রামা। ওই সংস্থার তরফে দ্বাদশ উত্তীর্ণদের ‘অ্যাক্টিং কোর্স’ করানো হবে। অডিশনে পাশ করতে পারলে কোর্সে ভর্তি হতে পারবেন।
— প্রতিনিধিত্বমূলক চিত্র।
পাইথন-এর সঙ্গে কৃত্রিম মেধা:
পাইথন প্রোগ্রামিং-এ কৃত্রিম মেধার প্রয়োগ কি সম্ভব? হলেও তা কী ভাবে— এই সবই অনলাইন কোর্সের মাধ্যমে শেখাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (এনআইইএলআইটি)। এ ছাড়াও মেশিন লার্নিং-এর ডেটা প্রসেসিং সম্পর্কেও হাতে কলমে শেখার সুযোগ থাকছে।
স্বাস্থ্য পরিষেবার ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট’:
স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে চিকিৎসক, নার্স-সহ বিভিন্ন আধিকারিকদের একাধিক সমস্যার মুখোমুখি হতে হয়। আইনি বা চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সেই ধরনের পরিস্থিতি কী ভাবে সামাল দেওয়া যেতে পারে, তার প্রশিক্ষণ দেবেন আইআইটি ভুবনেশ্বরের বিশেষজ্ঞেরা।
ফার্মাসিউটিক্যাল রিসার্চ:
যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্টস অ্যান্ড টেকনোলজিস্ট-এর উদ্যোগে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হবে। তাতে ফার্মাসি নিয়ে গবেষণার কাজ কী ভাবে করা হচ্ছে, বা কোন দিকে তা এগোতে পারে— সমস্ত কিছু নিয়েই আলোচনা চলবে।