GKCIET Admission 2025

মাধ্যমিক উত্তীর্ণ? বিভিন্ন বৃত্তিমূলক বিষয় নিয়ে পড়ার সুযোগ মালদহের জিকেসিআইইটিতে

প্রতি বিষয়ের জন্য কোর্সগুলিতে ৩০টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৮:৩৫
GKCIET

জিকেসিআইইটি। ছবি: সংগৃহীত।

মাধ্যমিকের পর অনেকেরই ইচ্ছে থাকে কোনও প্রযুক্তি বা বৃত্তিমূলক বা দক্ষতানির্ভর বিষয় নিয়ে পড়াশোনা করার। মালদহের গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জিকেসিআইইটি)-এ পড়ানো হয় এমনই কিছু বিষয়। চলতি বছরের জন্য প্রতিষ্ঠানের তরফে এই কোর্সগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে সম্প্রতি। ইতিমধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement

জিকেসিআইইটি-তে তিনটি বিভাগে ভর্তির সুযোগ রয়েছে। বিভাগগুলিতে যে সমস্ত বিষয় পড়ার সুযোগ পাওয়া যাবে, সেগুলি হল— কাল্টিভেশন্‌স অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবেলস, ফুড অ্যান্ড নিউট্রিশন, অটোমোবাইল টেকনোলজি, ইলেকট্রিক্যাল মেনটেনেন্স অ্যান্ড ইনস্টলেশন এবং আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাপ্লিকেশন্‌স। সমস্ত কোর্সের মেয়াদ দু’বছর। প্রতিটি বিষয়ের জন্য ৩০টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

কোর্সগুলিতে ভর্তির আবেদন করতে পারবেন মাধ্যমিক উত্তীর্ণরা। কোর্স শেষে পড়ুয়ারা রাজ্যের বিভিন্ন কলেজে পলিটেকনিক নিয়ে উচ্চশিক্ষা বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ, বিএসসি, বিকম, বিভোক এবং অন্য বিষয়ে স্নাতক পড়তে পারবেন।

সংশ্লিষ্ট কোর্সগুলির ফি এবং কোর্সের ভর্তির যোগ্যতা যাচাই করা হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট (ডব্লিউবিএসসিটিভিইএসডি) নির্ধারিত নিয়ম মেনেই। আগ্রহীদের এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট ছাড়াও ডব্লিউবিএসসিটিভিইএসডি-এর ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Advertisement
আরও পড়ুন