GKCIET Admission 2025

মালদহের কেন্দ্রীয় প্রতিষ্ঠানে একাধিক বিষয়ে কোর্স করার সুযোগ, চলবে চার থেকে ছ’মাস

ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট-এর অধীনে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কোর্সগুলি করানো হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৭:২৯
GKCIET

জিকেসিআইইটি। ছবি: সংগৃহীত।

মালদহের গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জিকেসিআইইটি)-এ একাধিক স্বল্পমেয়াদি কোর্স করার সুযোগ। ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন পেশাদারি ক্ষেত্রে পড়ুয়াদের দক্ষতা বৃদ্ধির জন্য বেশ কয়েকটি কোর্স চালু করা হবে। সম্প্রতি সেই মর্মে প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোর্সগুলিতে ভর্তির জন্য আগ্রহীদের অফলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।

Advertisement

ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট-এর অধীনে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কোর্সগুলি করানো হবে। সমস্ত কোর্স স্বল্পমেয়াদি— চলবে চার থেকে ছ’মাস।

প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল, সিভিল, ফুড প্রসেসিং, কম্পিউটার এবং মেকানিক্যাল বিভাগের তরফে কোর্সগুলি করানো হবে। যে যে পদমর্যাদার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে, সেগুলি হল— অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়্যারম্যান মোটর ওয়ান্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট, জ্যাম জেলি কেচআপ অ্যান্ড পিকল মেকিং টেকনিশিয়ান, কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড বেসিক অফ সি অ্যান্ড পাইথন প্রোগ্রামিং এবং ওয়েল্ডার।

প্রতি কোর্সে আবেদনের জন্য আগ্রহীদের নবম বা দশম শ্রেণিতে পাঠরত বা উত্তীর্ণ হতে হবে।

প্রতিষ্ঠানেই কোর্সের সমস্ত ক্লাসের আয়োজন করা হবে। এর জন্য কোনও কোর্স ফি জমা দিতে হবে না। নেই কোনও রেজিস্ট্রেশন ফি।

কোর্সগুলির আসনসংখ্যা সীমিত হওয়ায় পড়ুয়াদের ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ পদ্ধতি মেনে ভর্তি নেওয়া হবে। আগ্রহীদের প্রতিষ্ঠানে গিয়ে সচিত্র প্রমাণপত্র-সহ সমস্ত নথি জমা দিয়ে কোর্সে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। আগামী ৩০ জুলাই রেজিস্ট্রেশনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে।

Advertisement
আরও পড়ুন