Exam-Class Link

পরীক্ষা ও ক্লাস পাশ পাশাপাশি চলুক, চায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

এ বছর থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা বছরের দু’বার করে হবে। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু সকাল ১০ টায়। শেষ ১১:১৫ মিনিটে। ‌ ফলে ১২টা থেকে যে সমস্ত ক্লাস রয়েছে তা নিতে কোন‌ও অসুবিধা হবে না বলে মনে করছে শিক্ষা সংসদ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ২০:১৫

—ফাইল চিত্র।

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের সঙ্গে স্কুলের অন্যান্য পঠন-পাঠন চলুক। এমনই ভাবনা-চিন্তা শুরু করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছর থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা বছরের দু’বার করে হবে। তৃতীয় সিমেস্টারের পরীক্ষা শুরু সকাল ১০টায়। শেষ ১১:১৫ মিনিটে। ‌ফলে স্কুলে ১২টা থেকে যে সমস্ত ক্লাস রয়েছে তা নিতে কোন‌ও অসুবিধা হবে না বলে মনে করছে শিক্ষা সংসদ।

Advertisement

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘এ বছর থেকে আমাদের পরীক্ষার ফরম্যাট পরিবর্তন হয়েছে। পরীক্ষার সময়ও কমেছে। তাই পরীক্ষা চলার সময় সাধারণ ছাত্রছাত্রীদের স্কুলের সময় নষ্ট না হয়, সেই বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এখন‌ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।’’

আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার। এই পরীক্ষা গ্রহণ করা হবে ওএম‌আর শিটে। উচ্চমাধ্যমিকে পরীক্ষা কেন্দ্রগুলিতে যেমন নিরাপত্তা ব্যবস্থা থাকে, তৃতীয় সেমিস্টার যে স্কুলে হবে সেখানে পরীক্ষার পরে ফের সাধারণ ক্লাস শুরু হলে পরের দিনের পরীক্ষার নিরাপত্তা বিঘ্নিত হবার আশঙ্কা থেকে যায়। প্রত্যেক পরীক্ষার্থীর টেবিলে নির্দিষ্ট সিট নম্বর দেওয়া থাকে। তা স্কুলের ছাত্রছাত্রীরা ছিঁড়ে ফেলতে পারে। যদিও এই প্রশ্নের জবাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ব্যাখ্যা, স্কুল চলাকালীন ওই স্কুলের শিক্ষকদের নজরদারি থাকলে কোন‌ও অসুবিধা হওয়ার কথা নয়। যেখানে পরীক্ষা ১১ টায় শেষ। সেখানেই স্কুলে সম্পূর্ণ দিন নষ্ট করা উচিত নয়। তবে এ নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে আলোচনায় বসবে খুব শীঘ্রই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

তবে শিক্ষকমলের একাংশের মতে, অনেক স্কুল তৃতীয় সেমিস্টারের পাশাপাশি প্রথম সেমিস্টারের পরীক্ষা নেবে। সে ক্ষেত্রে তারা ক্লাস কী ভাবে করাবে। এর আগে অবশ্য তিন ঘন্টার পরীক্ষার সময়সূচি থাকার কারণে পরীক্ষার দিন গুলিতে ক্লাস করানো সুযোগ-সুবিধা ছিল না বলে জানাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।‌

Advertisement
আরও পড়ুন