World Environment Day

পরিবেশ নিয়ে চর্চায় থাকা যাবে সারা বছর, কী ভাবে তা সম্ভব?

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সারা বছর পরিবেশ রক্ষা এবং তা নিয়ে গবেষণামূলক চর্চা করার সুযোগ দিচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ১৫:০৩
World Environment Day.

সারাবছরই পরিবেশ নিয়ে চর্চায় থাকা যেতে পারে। প্রতীকী চিত্র।

বিশ্ব পরিবেশ দিবসে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক কর্মসূচি পালন করা হয়ে থাকে। এর বাইরে পরিবেশ সংক্রান্ত বিষয় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে থাকাও বাধ্যতামূলক। তার বাইরেও পরিবেশ রক্ষা এবং তা নিয়ে গবেষণামূলক চর্চা করতে আগ্রহীরা বিশেষ সার্টিফিকেট কোর্সও করতে পারেন। আট থেকে ১৫ সপ্তাহের কোর্সগুলির মাধ্যমে পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে শেখার সুযোগ থাকছে।

Advertisement

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ‘স্বয়ম’ প্ল্যাটফর্মের মাধ্যমে এই সংক্রান্ত বিষয়ে একাধিক কোর্স করার সুযোগ থাকছে। এর মধ্যে পরিবেশের স্থায়ী উন্নয়ন, পরিবেশ দূষণ, এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং, জলবায়ু এবং পরিবেশ সংরক্ষণ এবং এই সংক্রান্ত প্রশাসনিক বিধি সম্পর্কিত বিষয়গুলি রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞেরা অনলাইন ক্লাস করাবেন। ক্লাস করার জন্য স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হওয়া আবশ্যক।

সংশ্লিষ্ট কোর্সগুলি কাশ্মীর বিশ্ববিদ্যালয়, আইআইটি রুরকি, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে করানো হবে। তবে কোর্সের ক্লাস ‘স্বয়ম’ প্ল্যাটফর্মের মাধ্যমে করার সুযোগ থাকবে। কোর্স সম্পূর্ণ হলে যোগদানকারীরা পরীক্ষা দিতে পারেন, সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে শংসাপত্রও পাবেন।

ক্লাস করতে আগ্রহীরা অনলাইনে নাম নথিভুক্ত করে নিতে পারবেন। কোর্সের ভিত্তিতে চলতি বছরের অগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত নাম নথিভুক্ত করার সুযোগ থাকছে। সংশ্লিষ্ট কোর্সগুলি সম্পূর্ণ হওয়ার পর নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হবে। পরীক্ষা দিতে আগ্রহীদের ফি জমা দিতে হবে। এই বিষয়ে বিশদ জানতে হলে ‘স্বয়ম’ প্ল্যাটফর্মের ওয়েবসাইটটি (swayam.gov.in) দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন