Chartered Accountant

বিজ্ঞাপনী নীতি বদলানোর ভাবনা, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের জন্য নিয়ম শিথিলের প্রস্তাব

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের (সিএ) ব্যবসার উন্নতি, আরও কাজের সুযোগ পাওয়ার জন্য অনলাইনে বিজ্ঞাপন দেওয়ার নিষেধাজ্ঞা আর থাকবে না, এমনই প্রস্তাব দিতে চলেছে দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৩:৪৩

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সুবিধার্থে নিয়ম শিথিল করতে চায় দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই)। প্রতিষ্ঠানের ‘কোড অফ এথিক্স’ অনুযায়ী, সিএ-রা অডিটের কাজের প্রচারের জন্য নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে পারে না। জনসংযোগের জন্য বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রেও জারি রয়েছে নিষেধাজ্ঞা।

Advertisement

এই সমস্ত নিয়ম শিথিল করতেই তৎপর আইসিএআই। প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট চরণজ্যোত সিং নন্দ জানিয়েছেন, ‘কোড অফ এথিক্স’-এর একটি নতুন খসড়া তৈরি করা হচ্ছে। এখানে উল্লিখিত কিছু নিয়মে রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও বেশ কিছু বিষয় পরিবর্তন করা হবে দ্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অ্যাক্ট, ১৯৪৯-এ। এর আগে ওই অ্যাক্টে ২০০৬-এ কিছু পরিবর্তন করা হয়েছিল।

এত দিন পর্যন্ত প্রতিষ্ঠানের নির্দেশিকা মেনে নির্দিষ্ট শব্দের মধ্যে নিজের কাজের কথা প্রচার করতে পারতেন সিএ-রা। তাতে ‘বেস্ট/টপ ফার্ম’, ‘সরকারি দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করা হয়’, ‘ফি-এর অঙ্ক’— এর মধ্যে একাধিক বিষয় লেখা থাকবে না, এমনটাই নিয়ম ছিল।

তবে, এই সমস্ত নিয়ম পরিবর্তন করা হবে কি না, সেই বিষয়ে কিছু জানানো হয়নি। সংবাদমাধ্যমকে আইসিএআই-এর তরফে জানানো হয়েছে, নতুন নিয়ম চালু করা গেলে স্থানীয় সিএ ফার্মগুলি দেশের বিভিন্ন প্রান্তে তো বটেই, আন্তর্জাতিক স্তরেও সিএ-রা কাজ করার সুযোগ পাবেন।

Advertisement
আরও পড়ুন