ICAI CA Exam 2026

অডিট এবং এথিক্স পেপার-এর পরীক্ষার দিন বদল, সিএ-এর ইন্টারমিডিয়েট হচ্ছে কবে?

দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই) চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইন্টারমিডিয়েট-এর একটি পরীক্ষার দিন বদল করেছে। ওই পরীক্ষা ১৯ জানুয়ারির বদলে কবে হবে, তা বিশদে জানানো হল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৪:০৩

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণার দু’দিনের মধ্যে নতুন সূচি প্রকাশ করল দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই)। ১৭ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইন্টারমিডিয়েট-এর অডিট এবং এথিক্স পেপারের পরীক্ষা ১৯ জানুয়ারি হচ্ছে না। এর পর সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হয়েছে, ৩১ জানুয়ারি দুপুর ২টো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওই বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

Advertisement

আইসিএআই জানিয়েছে, অনিবার্য কারণে অডিট এবং এথিক্স পেপারের পরীক্ষা ১৯ জানুয়ারি নেওয়া যাচ্ছে না। তবে, ৩১ জানুয়ারি কোনও কেন্দ্রীয় বা রাজ্য সরকারি ছুটি থাকলেও পরীক্ষার দিন বদলানো হবে না। অন্য বিষয়ের পরীক্ষা পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ২০, ২২ এবং ২৪ জানুয়ারিই হবে। ওই সমস্ত পরীক্ষার দিন পরিবর্তন করা হচ্ছে না।

যাঁরা ইতিমধ্যেই ওই পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন, তাঁরা ওই নথি নিয়েই পরীক্ষা দিতে পারবেন। তবে, পরীক্ষার্থীদের নিয়মিত ভাবে আইসিএআই-এর ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সেখানেই জানানো হবে।

Advertisement
আরও পড়ুন