IIEST Shibpur Admission 2025

গেট উত্তীর্ণ না হয়েও এমটেক বা এমপ্ল্যান পড়ার সুযোগ! শুরু ভর্তি আইআইইএসটি শিবপুরে

ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিভাগে সব মিলিয়ে আসনসংখ্যা ১২৮।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৯:০৪
IIEST Shibpur

আইআইইএসটি, শিবপুর। ছবি: সংগৃহীত।

গেট (গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং) উত্তীর্ণ না হয়েও ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করা যাবে। সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুরের তরফে এমনটা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, ২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জন্য সংশ্লিষ্ট কোর্সে ভর্তির সুযোগ দেওয়া হবে পড়ুয়াদের। এ জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement

প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়ে এমটেক (মাস্টার অফ টেকনোলজি) বা এমপ্ল্যান (মাস্টার অফ প্ল্যানিং)-এ ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। দু’বছরের কোর্সটি চারটি সেমেস্টারে বিভক্ত। যে সমস্ত বিষয়ে কোর্স করতে পারবেন পড়ুয়ারা, সেগুলি হল— এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং অন্য বিষয়।

ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিভাগে সব মিলিয়ে আসনসংখ্যা ১২৮। তবে কিছু আসন সংরক্ষিত রাখা হবে। এই কোর্সগুলিতে ভর্তির আবেদন জানাতে গেট উত্তীর্ণ হওয়ার প্রয়োজন নেই। তবে কোনও স্পনসরশিপের ব্যবস্থা থাকবে না প্রতিষ্ঠানের তরফে। কোর্সে ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতার মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

আগ্রহীদের এ জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্য নথি জমা দিতে হবে। আগামী ১০ অগস্ট আবেদনের শেষ দিন। বাছাই পড়ুয়াদের নাম ঘোষণা করা হবে ১২ অগস্ট। এর পর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন