IIFT Admission 2025

আন্তর্জাতিক বাণিজ্যের খুঁটিনাটি জানাবে আইআইএফটি কলকাতা, ক্লাস হবে সপ্তাহান্তে

মোট তিনটি সেমেস্টারে ভাগ করে পাঠ্যবিষয় পড়ানো হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১৮:৫৫
IIFT

আইআইএফটি। ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি কেমন, সাম্প্রতিক বিশ্ব অর্থনীতি কী ভাবে উন্নয়নশীল দেশের পটপরিবর্তন করতে পারে, এই সমস্ত বিষয়ে খবরাখবর দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি)। কেন্দ্রের বাণিজ্য ও শিল্প মন্ত্রক অধীনস্থ এই শিক্ষা প্রতিষ্ঠান এ বিষয়ে পেশাদারদের পাঠদানের পাশাপাশি প্রশিক্ষণও দেবে। সম্প্রতি সে কথা জানানো হয়েছে তাদের তরফে।

Advertisement

প্রতিষ্ঠানের কলকাতা ক্যাম্পাস আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত এগজ়িকিউটিভ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করাবে। প্রতিষ্ঠানের এগজ়িকিউটিভ ম্যানেজমেন্ট প্রোগ্রামস ডিভিশন এই কোর্সের আয়োজক। কোর্সের মেয়াদ ১৮ মাস অর্থাৎ এক বছরের সামান্য বেশি।

কর্মরতরা যাতে চাকরির পাশাপাশি এই কোর্স করতে পারেন সে জন্য ক্লাস করানো হবে সপ্তাহান্তে। ক্লাস হবে প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনি এবং রবিবার। মোট তিনটি সেমেস্টারে ভাগ করে পাঠ্যবিষয় পড়ানো হবে।

মূলত সরকারি আধিকারিক, কূটনীতিক, উদ্যোগপতি, আমদানি রফতানির কাজে যুক্ত ব্যক্তই, প্রতিরক্ষাকর্মী বা অন্য ক্ষেত্রে কর্মরত কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহী এমন মানুষদের জন্যই কোর্স করানো হবে। তবে তাঁদের স্নাতকের পর ম্যানেজেরিয়াল কাজের ন্যূনতম পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকা জরুরি। আবার যাঁদের স্নাতকোত্তরের পর ন্যূনতম তিন বছর কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁরাও আবেদন জানাতে পারবেন। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে। তবে কোনও বয়সসীমা বেঁধে দেওয়া হয়নি।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের ২৩৬ এবং ৪৭২ টাকা জমা দিতে হবে। আগামী ৯ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পর যোগ্যতার ভিত্তিতে ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন