IIFT Admission 2025

আইআইএফটি কলকাতা ও দিল্লি ক্যাম্পাস থেকে পিএইচডি-র সুযোগ, কোন বিষয়ে?

আগ্রহীদের এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্যান্য নথি জমা দিতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৮:৩০
IIFT

আইআইএফটি। সংগৃহীত ছবি।

ম্যানেজমেন্টে পিএইচডি করার ইচ্ছে থাকলে খোঁজ নিতে পারেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডে। কেন্দ্রীয় বাণিজ্য দফতরের অধীনস্থ এই প্রতিষ্ঠানে তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠান থেকে পূর্ণ সময় এবং আংশিক সময়ের জন্য সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন দেশ এবং বিদেশের পড়ুয়ারা। এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে।

Advertisement

আইআইএফটি-র দিল্লি এবং কলকাতা দু’টি ক্যাম্পাসেই সংশ্লিষ্ট কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। দিল্লি এবং কলকাতা ক্যাম্পাসে আসনসংখ্যা যথাক্রমে ১৪ এবং ২০। প্রতিষ্ঠান থেকে যে বিষয়গুলি নিয়ে ম্যানেজমেন্টে পিএইচডি করার সুযোগ রয়েছে, সেগুলি হল— ফিন্যান্স, ওবি অ্যান্ড এইচআর, স্ট্র্যাটেজি, গ্লোবাল ট্রেড অপারেশন্স অ্যান্ড লজিস্টিক্‌স, আইটি অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং অপারেশন্স অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট। চলতি বছর থেকে শুরু এই পিএইচডি প্রোগ্রামটি আগামী তিন বছর থেকে সর্বাধিক ছ’বছর পর্যন্ত।

সংশ্লিষ্ট কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের স্নাতকের পর স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। যাঁদের এমফিল-এ ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর রয়েছে, তাঁরাও এর জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়াও অন্যান্য যোগ্যতা থাকলে এই প্রোগ্রামে ভর্তির আবেদন করতে পারবেন আগ্রহীরা। তবে আবেদনের জন্য কোনও বয়ঃসীমা নির্ধারণ করা হয়নি।

সংশ্লিষ্ট কোর্সে ভর্তির ক্ষেত্রে শুধুমাত্র পড়ুয়াদের ইউজিসি নেট-এ প্রাপ্ত নম্বরকেই গুরুত্ব দেওয়া হবে। এর পর বাছাই পড়ুয়াদের ইন্টারভিউয়ের মাধ্যমে কোর্সে ভর্তি নেওয়া হবে।

আগ্রহীদের এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্যান্য নথি জমা দিতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত (ভারতীয় পড়ুয়া)-দের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ১,২৫০ টাকা এবং ২,৫০০ টাকা। আগামী ৩১ মে আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন