IIM Calcutta Admission 2026

কর্মরতদের জন্য ম্যানেজমেন্টে পিএইচডি-র সুযোগ, আইআইএম কলকাতার তরফে শুরু আবেদন গ্রহণ

আইআইএম কলকাতার এগ্‌জ়িকিউটিভ পিএইচডি প্রোগ্রামটি পাঁচ বছরের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৫:৩৩
IIM Calcutta

আইআইএম কলকাতা। ছবি: সংগৃহীত।

কর্মরতরদের জন্য ম্যানেজমেন্ট বিষয়ে পিএইচডি-র সুযোগ দেওয়া হবে। সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, (আইআইএম) কলকাতার তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, চলতি বছরের এই পিএইচডি প্রোগ্রামের জন্য অনলাইনেই আবেদন করা যাবে।

Advertisement

আইআইএম কলকাতার এগ্‌জ়িকিউটিভ পিএইচডি প্রোগ্রামটি পাঁচ বছরের। প্রথম বছর থাকবে কোর্স ওয়ার্ক, যা অনলাইন এবং অফলাইনে করা যাবে। কোর্স ওয়ার্ক শেষে মূল্যায়নের সময় ৬ সিজিপিএ স্কোর থাকলে থিসিস লেখার কাজ শুরু করা যাবে। না হলে পিএইচডি করার সুযোগ মিলবে না।

পড়ুয়ারা পিএইচডি-তে ফিন্যান্স অ্যান্ড কন্ট্রোল, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, অপারেশন্স ম্যানেজমেন্ট, অর্গানাইজ়েশনাল বিহেভিয়ার এবং পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট-এ স্পেশ্যালাইজ় করার সুযোগ পাবেন। আগামী জুন মাসে শুরু হবে কোর্সের ক্লাস। মোট কোর্স ফি-র পরিমাণ ২৫ লক্ষ টাকা।

সংশ্লিষ্ট কোর্সে আবেদনকারীদের স্নাতকের পর কোনও সংস্থায় আট বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। যাঁদের স্নাতকোত্তর বা পিজি ডিপ্লোমাতে ফার্স্ট ক্লাস এবং স্নাতকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর রয়েছে তাঁরাও আবেদন করতে পারবেন। এ ছাড়াও অন্য যোগ্যতা থাকলেও সংশ্লিষ্ট কোর্সে আবেদন করা যাবে।

আবেদনকারীদের যোগ্যতা মূল্যায়ন করা হবে রিসার্চ অ্যাপ্টিটিউড টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র-সহ বাকি নথি জমা দিতে হবে। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের জন্য ৩,০০০ টাকা এবং অসংরক্ষিতদের জন্য ৫,০০০ টাকা। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন