CAT 2025 Exam

ম্যানেজমেন্টের প্রবেশিকা ক্যাট-এর চূড়ান্ত ‘আনসার কি’ প্রকাশিত, কোন ওয়েবসাইট থেকে দেখা যাবে?

পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৯৫ হাজার। মোট তিনটি পর্বে সিবিটি (কম্পিউটার বেসড টেস্ট) মাধ্যমে আয়োজন করা হয় ক্যাট-এর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৯:২২
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

চলতি বছরের কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট)-এর চূড়ান্ত ‘আনসার কি’ প্রকাশ করা হল। বুধবার বিকেলে আইআইএম কোঝিকোড়ের তরফে ঘোষণা করা হল চূড়ান্ত ‘আনসার কি’।

Advertisement

গত ৩০ নভেম্বর দেশ জুড়ে ম্যানেজমেন্টের প্রবেশিকা পরীক্ষা ক্যাট-এর আয়োজন করা হয়। চলতি বছরে পরীক্ষা আয়োজনের দায়িত্বে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম), কোঝিকোড়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৯৫ হাজার। মোট তিনটি পর্বে সিবিটি (কম্পিউটার বেসড টেস্ট) মাধ্যমে আয়োজন করা হয় ক্যাট-এর।

গত ৪ ডিসেম্বর প্রকাশ করা হয় ‘প্রভিশনাল আনসার কি’। কোনও প্রশ্নের উত্তর ভুল মনে হলে ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থীদের তা চ্যালেঞ্জ করার সময় দেওয়া হয়েছিল। পরীক্ষার্থীরা ১৮৭টি প্রশ্ন চ্যালেঞ্জ করেন। তবে তার ভিত্তিতে শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর বদল করা হয়। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে ক্যাট-এর ফলাফল।

কী ভাবে চূড়ান্ত ‘আনসার কি’ দেখবেন?

১) পরীক্ষার্থীদের চূড়ান্ত ‘আনসার কি’ দেখার জন্য iimcat.ac.in -এ যেতে হবে।

২) এর পর সেখানে নিজেদের ইউজ়ার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।

৩) লগ ইনের পর ‘ক্যাট ২০২৫ ফাইনাল আনসার কি’ লিঙ্কটি স্ক্রিনে দেখা যাবে।

৪) সেই লিঙ্কে ক্লিক করেই চূড়ান্ত ‘আনসার কি’ ‘ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখতে হবে।

Advertisement
আরও পড়ুন