ছবি: সংগৃহীত।
রসায়ন, পদার্থবিদ্যা, অর্থনীতি, ভূতত্ত্ব, গণিত, বায়োটেকনোলজি, ম্যাথ্মেটিক্যাল স্ট্যাটিস্টিক্স বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম) নেওয়া হয়। ২০২৬ সালের জ্যাম নিতে চলেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), বোম্বে।
তবে ১৫ ফেব্রুয়ারি পরীক্ষার আগেই অজ্ঞাতকারণে অ্যাডমিট কার্ড প্রকাশ স্থগিত রাখা হল। ৫ জানুয়ারি অ্যাডমিট কার্ড পাওয়ার দিন পূর্বনির্ধারিত ছিল। কিন্তু তা স্থগিত করতে হল। কেন এমন হল, তার কোনও ব্যাখ্যা দেয়নি আইআইটি বোম্বে।
আইআইটি বোম্বে ১৫ ফেব্রুয়ারি দু’টি অর্ধে পরীক্ষা নেবে। তিন ঘণ্টা করে মোট ছ’ঘণ্টায় সাতটি বিষয়ের পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। প্রথমার্ধের পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা এবং দ্বিতীয়ার্ধের পরীক্ষা দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত হতে চলবে।
আইআইএসসি বেঙ্গালুরু এবং আইআইটি-র বোম্বে, দিল্লি, গুয়াহাটি, কানপুর , খড়্গপুর, মাদ্রাজ, রুরকি ক্যাম্পাসে ওই পরীক্ষা নেওয়া হবে। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে ওই পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা।