Primary Education Board

সুপ্রিম নির্দেশে চাকরি পেলেন ১৯৮২ জন, নিয়োগের তালিকা প্রকাশ করল পর্ষদ

২০২০-২২ এর ডিএলএড প্রার্থীরা সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টের নির্দেশে ইন্টারভিউতে‌ও যোগ দেন। চলতি বছরের এপ্রিলে সুপ্রিমকোর্ট তাঁদের নিয়োগের নির্দেশ দেয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ২৩:৩৯
নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

আদালতের নির্দেশে ১৯৮২ জন প্রাথমিক চাকরিপ্রার্থীর নিয়োগ তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। চলতি সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে।

Advertisement

পর্ষদ সূত্রের খবর, ২০২২-এর ২৯ সেপ্টেম্বর ১১৭৬৫ টি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই সময় হাইকোর্টের নির্দেশে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনস (ডিএলএড) প্রশিক্ষিত প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ার যোগ দিতে পারবেন। কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় তাঁদের ডিএলএড ছিল না। ফলে ডিভিশন বেঞ্চ প্রাথমিকভাবে তাদের নিয়োগে প্রক্রিয়ায় যোগ দেওয়ার বিরুদ্ধে রায় দেয়।

এরপরই ২০২০-২২ এর ডিএলএড প্রার্থীরা সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টের নির্দেশে ইন্টারভিউতে‌ও যোগ দেন। চলতি বছরের এপ্রিলে সুপ্রিমকোর্ট তাঁদের নিয়োগের নির্দেশ দেয়।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি গৌতম পাল বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিতে গেলে তার আগে যে ১১,৭৬৫ জনের নিয়োগ হয়েছিল তার মধ্যে কিছু চাকরি বাতিল করতে হত।" কারণ মেধাতালিকা অনুযায়ী ২০২০-২২ এর কিছু ডিএলড প্রার্থী আগে নিয়োগ হওয়া প্রার্থীদের থেকে বেশি নম্বর পেয়েছিলেন। সে ক্ষেত্রে মেধাতালিকার নতুন করে সাজাতে হত। তা পর্ষদ করেনি।

তাই ১১,৭৬৫ জনের চাকরি বহাল রেখে ২০২০-২২ সালের ডিএলড প্রার্থী যাঁরা মামলা করেছিলেন, তাঁদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ১৯৮২ জনের নিয়োগের তালিকা প্রকাশ করা হল।

Advertisement
আরও পড়ুন