Dipu Das

দীপু দাস হত্যাকাণ্ডে ঢাকা থেকে গ্রেফতার আরও এক জন, আত্মগোপনে থাকাকালীন শিক্ষকতা করতেন অভিযুক্ত

পুলিশের দাবি, পোশাক কারখানার শ্রমিককে খুন করার পরে ইয়াছিন সারুলিয়ার বিভিন্ন অঞ্চলে আত্মগোপন করেছিলেন। ওই সময়ে তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার কাজেও যোগ দিয়েছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ২৩:২২
ইয়াছিন আরাফত।

ইয়াছিন আরাফত। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের ময়মনসিংহে খুন হয়েছিলেন পোশাক কারখানার শ্রমিক দীপু দাস। সেই কাণ্ডে এবার ঢাকা থেকে আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২।

Advertisement

বুধবার বিকেলে ডেমরা থানা এলাকার সারুলিয়া থেকে ইয়াছিন আরাফত নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রয়েছে উস্কানি দেওয়ার অভিযোগ। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ অনুযায়ী পুলিশের পক্ষ থেকে ধৃতের সাত দিনের হেফাজত চাওয়া হবে।

পুলিশের দাবি, পোশাক কারখানার শ্রমিককে খুন করার পরে ইয়াছিন সারুলিয়ার বিভিন্ন অঞ্চলে আত্মগোপন করে ছিলেন। ওই সময়ে তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার কাজেও যোগ দিয়েছিলেন। আরও জানা গিয়েছে, পুলিশ ভিডিয়ো দেখে জানতে পেরেছে যে দীপুকে হত্যা করার সময়ে ধৃত ব্যক্তি জনতার উদ্দেশে উস্কানিমূলক বক্তব্য পেশ করছিলেন। তাঁর বিরুদ্ধে রয়েছে হত্যাকাণ্ডের জন্য যেন কাউকে গ্রেফতার করা না হয় সেই দাবি জানিয়ে পুলিশকে চাপ দেওয়ার অভিযোগও।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত মোট ন’জন দীপু হত্যায় দোষ কবুল করেছে। গত ১৮ ডিসেম্বর দীপুকে হত্যা করা হয়েছিল প্ররোচনামূলক মন্তব্যের অছিলায়। তবে তদন্তকারীরা জানিয়েছেন, এই ধরনের কোনও তথ্যপ্রমাণ মেলেনি।

Advertisement
আরও পড়ুন