Inter IIT Exchange and Credit Transfer

আইআইটিগুলির মধ্যে হবে পড়ুয়া বিনিময়, কোর্সে প্রাপ্ত স্কোর যুক্ত হবে নিয়মমাফিক, সিদ্ধান্ত কাউন্সিলে

গত ২৫ অগস্ট দেশের বিভিন্ন আইআইটি সম্মিলিত ভাবে আইআইটি কাউন্সিল বৈঠকের আয়োজন করে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৭:৫২
IIT Delhi

আইআইটি দিল্লি। ছবি: সংগৃহীত।

এ বার থেকে পঠনপাঠনের জন্য এক আইআইটি-র পড়ুয়া যাবেন অন্য আইআইটি-তে। এমনই পরিকল্পনার কথা জানা গিয়েছে আইআইটি কাউন্সিলের বৈঠকের কার্যবিবরণী থেকে।

Advertisement

গত বছর ২৫ অগস্ট দেশের বিভিন্ন আইআইটি সম্মিলিত ভাবে আইআইটি কাউন্সিল বৈঠকের আয়োজন করে। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সম্প্রতি বৈঠকের কার্যবিবরণী প্রকাশ্যে এসেছে। সেখান থেকেই জানা গিয়েছে একাধিক বিষয়।

বৈঠকে স্থির হয়েছে, ‘স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম’ মেনে বিভিন্ন আইআইটি-র ৫ শতাংশ পড়ুয়া দেশের অন্য আইআইটি-তে পড়াশোনার সুযোগ পাবেন। যে পাঠক্রমের ক্লাস করবেন পড়ুয়া, তার জন্য প্রাপ্ত ক্রেডিট নম্বর তাঁর নিজের আইআইটি-র ক্রেডিট ব্যাঙ্কে যোগ করা হবে।

২০২৩ এই দেশের ২৩টি আইআইটি জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়ে ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্ক (এনসিআরএফ) কার্যকর করবে বলে স্থির করে। সেই সিদ্ধান্তকেই বাস্তবায়িত করতে আরও এক ধাপ এগোল আইআইটিগুলি। কাউন্সিলের বৈঠকে স্থির করা হয়েছে, আইআইটি মাদ্রাজ এই ‘ফ্লেক্সিবল ক্রেডিট শেয়ারিং ফ্রেমওয়ার্ক’-এর দায়িত্বে থাকবে। তাঁদের ছ’মাস সময় দেওয়া হয়েছে। আইআইটিগুলি ছাড়াও দেশের বিভিন্ন এনআইটি, আইসার, এনএলইউ-র মতো প্রতিষ্ঠানে কোর্স করার সুযোগ পাবেন পড়ুয়ারা।

নতুন এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে বৈচিত্র্য এবং পরীক্ষামূলক পঠনপাঠনের সুযোগ বৃদ্ধি করবে বলেই আশা আইআইটিগুলির।

Advertisement
আরও পড়ুন