Online Degree Course on AI

জেইই অ্যাডভান্সডে র‌্যাঙ্ক ছাড়াই কৃত্রিম মেধায় ডিগ্রি কোর্স পড়ার সুযোগ আইআইটি প্রতিষ্ঠানে

অনলাইনে আবেদনের জন্য ৫০০ টাকা ফি জমা দিতে হবে। ভর্তি হওয়ার খরচ ৫০ হাজার টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১১:৫২
Online AI Degree Course from IIT Guwahati.

অনলাইনে কৃত্রিম মেধা নিয়ে ডিগ্রি কোর্স করার সুযোগ দিচ্ছে আইআইটি প্রতিষ্ঠান। প্রতীকী চিত্র।

কৃত্রিম মেধা বিষয়ে পড়তে চান, কিন্তু আইআইটির প্রবেশিকায় র‌্যাঙ্ক নেই? মুশকিল আসানে হাজির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুয়াহাটি। প্রতিষ্ঠানের তরফে ওই বিষয় নিয়ে অনলাইনে স্নাতক ডিগ্রি কোর্স করার সুযোগ রয়েছে। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য জেইই অ্যাডভান্সডে র‌্যাঙ্ক থাকা আবশ্যক নয়।

Advertisement

এ ক্ষেত্রে দ্বাদশ উত্তীর্ণদের আলাদা করে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় বসতে হবে। সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে। তবে, দ্বাদশে গণিত (ম্যাথমেটিক্স) বিষয়টি থাকা আবশ্যক। এ ছাড়াও কোর্সে যাঁদের ভর্তি নেওয়া হবে, তাঁদের অনলাইনে ক্লাস করার মতো পরিকাঠামো থাকা বাঞ্ছনীয়।

যাঁরা একই সঙ্গে দু’টি ডিগ্রি কোর্সে পড়াশোনা করবেন, কিংবা কর্মরত ব্যক্তিদের জন্যও কোর্সটিতে ‘মাল্টিপল এক্সিট সিস্টেম’-এর বিকল্প থাকছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময় পর শংসাপত্র নিয়ে কোর্স সম্পূর্ণ করার সুযোগ পাবেন।

শিক্ষার্থীরা লাইভ ক্লাসের পাশাপাশি, প্রোগ্রামিং অ্যাসাইনমেন্টের জন্য যথাযথ ল্যাব এবং ক্যাম্পাস পরিদর্শনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণও নিতে পারবেন। এ ছাড়াও প্রতিষ্ঠানের তরফে ইন্টার্নশিপের ব্যবস্থাও করা হয়েছে।

আগ্রহীদের অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদনের শেষ দিন ৩০ জুন। ১ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। এই বিষয়ে বিশদ জানতে হলে প্রতিষ্ঠানের ওয়েবসাইট (iitg.ac.in) থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

অনলাইনে আবেদনের জন্য ৫০০ টাকা ফি জমা দিতে হবে। ভর্তি হওয়ার খরচ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে কোর্স সম্পূর্ণ করার খরচ হিসাবে ৩ লক্ষ ৪৯ হাজার টাকা ধার্য করার হয়েছে।

Advertisement
আরও পড়ুন