AI Summer School

চাকরি বা পড়াশোনায় কতটা এগিয়ে কৃত্রিম মেধা? জানাবেন আইটি বিশেষজ্ঞরা

ক্লাসে যোগদানকারী পড়ুয়াদের হাতে কলমে প্রশিক্ষণ, ক্লাসরুম লেকচারের পাশাপাশি টিউটোরিয়ালের ব্যবস্থা থাকবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ১১:১৩
How AI and Machine Learning can be useful in research work?

উচ্চ শিক্ষা ক্ষেত্রে এই বিষয়ে গবেষণার সুযোগ কেমন? প্রতীকী চিত্র।

কৃত্রিম মেধা এবং মেশিন ল্যাঙ্গুয়েজে ডিগ্রি থাকলেই কি চাকরি পাওয়া সম্ভব? কিংবা উচ্চ শিক্ষা ক্ষেত্রে এই বিষয় নিয়ে গবেষণার সুযোগ কি অফুরান? সদ্য স্নাতক স্তরে ভর্তি হওয়া পড়ুয়াদের মনে এমন অনেক প্রশ্নই রয়েছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর পেশাদারদের থেকে পাওয়ার সুযোগ করে দেবে আইআইটি প্রতিষ্ঠান।

Advertisement

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটির তরফে একটি সামার স্কুলের আয়োজন করা হচ্ছে। প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ওই কর্মসূচির বিষয়বস্তু হল কৃত্রিম মেধা এবং মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে চর্চা। কম্পিউটার ভিশন এবং ল্যাঙ্গুয়েজ মডেলিং-এর ক্ষেত্রে এই দু’টি প্রযুক্তি কী ভাবে ব্যবহার করা হয়, তার বাস্তব প্রয়োগ সম্ভব কি না— সবটাই শেখাবেন বিশেষজ্ঞরা।

IIT Guwahati's Summer School in offering Industry insights also.

সামার স্কুলে অংশগ্রহণকারী পড়ুয়ারা আইটি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের সঙ্গে ক্লাসের সুযোগ পাবেন। প্রতীকী চিত্র।

যাঁরা স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন, তাঁরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন এক কর্মশালায় যোগদান করতে পারবেন। এ ছাড়াও গবেষক, চাকরিজীবীরাও উল্লিখিত বিষয়ে ক্লাস করার সুযোগ পাবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের কৃত্রিম মেধা এবং মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে আগ্রহ এবং সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। ২৯ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত ক্লাস করানো হবে।

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যাপক এবং বিশেষজ্ঞরা ক্লাস করাবেন। এ ছাড়াও আইটি সংস্থার বিশেষজ্ঞরা ক্লাসে যোগদানকারী পড়ুয়াদের হাতে কলমে প্রশিক্ষণ দেবেন। তাঁদের জন্য ক্লাসরুম লেকচারের পাশাপাশি টিউটোরিয়ালের ব্যবস্থাও থাকবে।

কৃত্রিম মেধা এবং মেশিন ল্যাঙ্গুয়েজ কী, এর কাজের পদ্ধতি, ভিশন এবং ল্যাঙ্গুয়েজ মডেলিং কী ভাবে করতে হবে— এ সব কিছুর পাশাপাশি, কৃত্রিম মেধাকে লিখিত নির্দেশ দিয়ে ছবি বা ভিডিয়ো তৈরির কাজ কোন পদ্ধতিতে সম্ভব, তা নিয়েও চর্চা চলবে। আগ্রহীরা অনলাইন এবং অফলাইন অর্থাৎ হাইব্রিড মোডে ক্লাস করার সুযোগ পাবেন।

আগ্রহীদের নাম নথিভুক্তকরণের জন্য ৩,০০০ টাকা খরচ করতে হবে। অনলাইনে ফর্ম পূরণ করে আবেদনের শেষ দিন ২৭ জুন। আইআইটি গুয়াহাটির ওয়েবসাইটে (iitg.ac.in) গিয়ে ইভেন্ট বিভাগ থেকে সংশ্লিষ্ট বিষয়ে আরও তথ্য জেনে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন