Summer Internship 2025

রোগ নিরাময়ের অস্ত্র ভার্চুয়াল রিয়্যালিটি! বাস্তবে প্রয়োগ করতে শেখাবে আইআইটি খড়্গপুর

তিন মাসে ভার্চুয়াল মোডে সামার ইন্টার্নশিপ সম্পূর্ণ হবে। অংশগ্রহণকারীরা মেন্টরদের সঙ্গে সরাসরি ক্লাস করার সুযোগ পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১২:৫৯
Discussions will continue on how virtual reality can be used in the medical field.

চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়্যালিটি কী ভাবে ব্যবহার করা যেতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে চর্চা চলবে। ছবি: সংগৃহীত।

কৃত্রিম মেধাকে ব্যবহার করে বায়ো-মেডিক্যাল সিগনাল বিশ্লেষণ করা সম্ভব। আবার ভার্চুয়াল রিয়্যালিটির সাহায্য নিয়ে বিশেষ শারীরিক কিংবা মানসিক ব্যাধির উপশম করার সম্ভাবনাও রয়েছে। এই সমস্ত বিষয় জানার সুযোগ দিচ্ছে আইআইটি খড়্গপুর।

Advertisement

প্রতিষ্ঠানের আইইই (ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারস) ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোস্যাইটির তরফে একটি ইন্টার্নশিপের মাধ্যমে উল্লিখিত বিষয়গুলি নিয়ে চর্চা চলবে। এর মাধ্যমে যে কোনও বিষয়ে স্নাতকেরা রোগ নিরাময়ের ক্ষেত্রে প্রযুক্তিকে ব্যবহারের কৌশল শেখার সুযোগ পাবেন। এ ছাড়াও স্নাতকস্তরে পাঠরত পড়ুয়ারা এবং স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের আবেদনও গ্রহণ করা হবে।

চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়্যালিটি, কৃত্রিম মেধার পাশাপাশি, কম্পিউটেশনাল বায়োলজি, ট্রান্সস্ক্রিপটোমিক্স, সার্কিট ডিজ়াইন কী ভাবে ব্যবহার করা যেতে পারে— সেই সমস্তটাই আইআইটি খড়্গপুরের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা শেখাবেন। অনলাইনে সম্পূর্ণ ইন্টার্নশিপটি চলবে। অংশগ্রহণকারীরা মেন্টরদের সঙ্গে সরাসরি ক্লাস করার সুযোগ পাবেন।

ক্লাসের শেষে প্রত্যেকের জন্য প্রকল্প বরাদ্দ করা হবে। তার ফলাফলের নিরিখে সেরা ইন্টার্নকে পুরস্কৃত করবে আইআইটি খড়্গপুর। নাম নথিভুক্তকরণের জন্য আলাদা করে কোনও ফি দিতে হবে না। তবে যোগদানকারীরা ইন্টার্নশিপ চলাকালীন কোনও ভাতাও পাবেন না। তাঁরা অনলাইন মারফত শংসাপত্র পেয়ে যাবেন।

আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। এর জন্য তাঁরা আইইই ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোস্যাইটির ওয়েবসাইটে (https://sites.google.com/view/ieeeembssbciitkgp/home) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। আবেদনের শেষ দিন ২৪ জুন।

Advertisement
আরও পড়ুন