PhD Admission 2025

ভাষাতত্ত্বে পিএইচডি-র সুযোগ! ভর্তি নেবে আইআইটি ভুবনেশ্বর

ভাষাতত্ত্ব ছাড়াও বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ভুবনেশ্বর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৪:০৫

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভাষাতত্ত্বে পিএইচডি করতে চান? ভর্তি নেবে আইআইটি, ভুবনেশ্বর। ওই প্রতিষ্ঠানের তরফে স্নাতক, গবেষক, চাকরিজীবীদের উচ্চশিক্ষা গ্রহণে সুযোগ দেওয়া হবে। আইআইটি, ভুবনেশ্বরে ভাষাতত্ত্ব ছাড়া বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে পিএইচডি ডিগ্রি কোর্স করানো হয়ে থাকে।

Advertisement

কী কী বিষয়ে পিএইচডি করার সুযোগ?

অর্থনীতি, দর্শন, মনোবিদ্যা, ইংরেজি, রসায়ন, পদার্থবিদ্যা, জিয়োলজি অ্যান্ড জিয়োফিজ়িক্স, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মেকানিক্যাল, সিভিল, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং বায়োমেডিক্যাল, বায়োটেকনোলজি নিয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে।

উল্লিখিত বিষয়ে স্নাতক হয়েছেন, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণেরা আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

অনলাইনে আগ্রহীদের আবেদন গ্রহণ করা হবে। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। তবে, মহিলাদের কোনও ফি দিতে হবে না। আবেদনের শেষ দিন ১০ নভেম্বর।

Advertisement
আরও পড়ুন