WB PG Admission 2025

জিয়োইনফরমেটিক্স-এ স্নাতকোত্তর করতে চান! সুযোগ দেবে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়

বিজ্ঞান এবং কলা বিভাগের বিশেষ কিছু বিষয়ে এখনও আসন খালি রয়েছে। পড়ুয়াদের ভর্তি নিতে স্পট অ্যাডমিশনের ঘোষণা করেছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৩:২৮
Kazi Nazrul University.

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া শেষ হলেও খালি রয়েছে বিভিন্ন বিভাগের আসন। তাই ‘স্পট অ্যাডমিশন’-এর মাধ্যমে পড়ুয়াদের ভর্তি হওয়ার সুযোগ দেবে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, উর্দু, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, বাণিজ্য, ভূগোল, ভূতত্ত্ব, প্রাণিবিজ্ঞান, প্রাণিবিদ্যা, কনজ়ারভেশন বায়োলজি, জিয়োইনফরমেটিক্স, অ্যাপ্লায়েড সাইকোলজি, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, এলএলএম— এই সমস্ত বিভাগে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

উল্লিখিত বিষয়ে স্নাতক স্তরে ৬০ শতাংশের বেশি নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছেন, এমন পড়ুয়ারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আগ্রহীদের সরাসরি বিশ্ববিদ্যালয়ে পৌঁছে পছন্দের বিভাগে গিয়ে রিপোর্ট করতে হবে। নির্দিষ্ট দিনে সকাল সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে যাঁরা পৌঁছাতে পারবেন, তাঁদেরই ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১৩ অক্টোবর ভর্তির দিন ঘোষণা করা হয়েছে। ওই দিন অ্যাডমিশন ফি, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্রের নথি এবং তার প্রতিলিপি নিয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যেতে হবে। কোন বিভাগে ভর্তির জন্য কত টাকা খরচ হবে, তা জেনে নিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন