Skill Enhancement in AI

চাকরি করতে করতেই শিখে নিতে চান কৃত্রিম মেধার কলাকৌশল! সুযোগ দেবে আইআইটি প্রতিষ্ঠান

কর্মরত ব্যক্তিরা বিশেষ ক্লাসের মাধ্যমে কৃত্রিম মেধা, মেশিন লার্নিং, ডিপ লার্নিং-এ দক্ষ হওয়ার সুযোগ পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১১:১৯

ছবি: এআই।

বহুজাতিক সংস্থাগুলিতে বিভিন্ন ধরনের কাজের জন্য কৃত্রিম মেধার ব্যবহার বৃদ্ধি পেয়েছে। কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য আলাদা করে কর্মশালা কিংবা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে কোনও কোনও সংস্থা। তবে, যাঁরা কৃত্রিম মেধার খুঁটিনাটি শিখে নিজেদের দক্ষতা বাড়িয়ে নিতে অর্থাৎ, ‘কেরিয়ার আপ-স্কিল’ করতে চান, তাঁরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), মাদ্রাজ-এর ক্লাসে ভর্তি হতে পারেন।

Advertisement

রাষ্ট্রায়ত্ত ওই প্রতিষ্ঠানের তরফে কৃত্রিম মেধা, মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং নিয়ে বিশেষ ক্লাস করানো হবে। যোগ দিতে পারবেন চাকরিজীবীরা। যাঁরা ম্যানুফ্যাকচারিং, অটোমেশন, ডেটা কিংবা সমতুল সংস্থায় কাজ করছেন— মূলত তাঁদেরই কৃত্রিম মেধার যাবতীয় খুঁটিনাটি শেখানো হবে।

এ ক্ষেত্রে কর্মীদের ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি সংক্রান্ত জ্ঞান থাকা আবশ্যক নয়। তবে, যে কোনও বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। থাকতে হবে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা। আইআইটি, মাদ্রাজ-এর অধ্যাপকেরা সরাসরি অনলাইন ক্লাস করাবেন। ফলে পড়াশোনার পাশাপাশি, আলোচনার সুযোগও পাওয়া যাবে। আবার রেকর্ড করে রাখা ভিডিয়ো টিউটোরিয়াল থেকেও অভ্যাস করতে পারবেন পড়ুয়ারা। তবে, তাঁদের দু’দিন আইআইটি মাদ্রাজের ক্যাম্পাসে যেতে হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

বিভিন্ন ধরনের প্রকল্পে কৃত্রিম মেধার প্রয়োগ, মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং-এর ব্যবহার করার কৌশল শেখানো হবে। ১০ মাস প্রতি সপ্তাহান্তে ন’ঘণ্টা করে ক্লাস করার সুযোগ থাকছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনমূল্য হিসাবে ১,২০০ টাকা বরাদ্দ করা হয়েছে। আবেদনের শেষ দিন ১৬ জানুয়ারি।

Advertisement
আরও পড়ুন