Summer Internship 2026

গবেষণার কাজ করতে আগ্রহী? কর্মপদ্ধতি শেখাবেন বিশেষজ্ঞেরা, সুযোগ পাবেন স্নাতকোত্তর স্তরে পাঠরতরা

কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি-র তরফে স্নাতকোত্তর স্তরে পাঠরতদের প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১১:১০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

গবেষণার কাজ শেখার সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি। প্রতিষ্ঠানের তরফে স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়াদের জন্য ওই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। দু’মাস থেকে এক বছর পর্যন্ত প্রশিক্ষণ নেওয়ার সুযোগ থাকছে।

Advertisement

লাইফ সায়েন্সেস শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়াদের ‘সামার ইন্টার্নশিপ’-এর অধীনে প্রশিক্ষণ দেওয়া হবে। পড়ুয়াদের দশম থেকে স্নাতক স্তর পর্যন্ত সমস্ত পরীক্ষায় ৬৫ শতাংশ কিংবা তার বেশি নম্বর থাকা আবশ্যক। এ ছাড়াও স্নাতকোত্তর স্তরের পাঠ্যক্রমে ইন্টার্নশিপ করার অনুমোদন রয়েছে, এমন পড়ুয়ারাই ওই প্রশিক্ষণে যোগদান করতে পারবেন।

২০২৬-এর এপ্রিল থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে। পাঠ্যক্রমে থাকা বিষয়বস্তু গবেষণার কাজে কী ভাবে ব্যবহার করা যেতে পারে, কোন কোন থিয়োরিকে বাস্তবে প্রয়োগ করা যায়— এই সমস্ত কিছুই পড়ুয়ারা শেখার সুযোগ পাবেন।

আগ্রহীদের একটি ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে। তবে ফর্ম পূরণের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার পর প্রতিষ্ঠানের ঠিকানায় ডাকযোগে ওই পত্রের হার্ডকপি, অনুমোদনপত্র এবং অন্যান্য আনুষঙ্গিক নথিও পাঠাতে হবে। তা না পাঠানো হলে আবেদনের প্রক্রিয়া অসম্পূর্ণ থাকবে।

Advertisement
আরও পড়ুন